ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ শেষে পুলিশের সাথে ধস্তাধস্তি, গ্রেফতার- ৮
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৭ পিএম, ২৯ মার্চ,সোমবার,২০২১ | আপডেট: ০২:৫৯ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
ময়মনসিংহে মহান স্বাধীনতা দিবসে 'মানুষ হত্যা' ও 'পুলিশি হামলার' প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপি।
আজ সোমবার (২৯ মার্চ) সমাবেশে পুলিশ বাধাঁ দিলে রাস্তায় বসে পড়ে সমাবেশ করেন মহানগর বিএনপি নেতাকর্মীরা।
পরে সমাবেশ শেষে ফেরার পথে দুপুরে নগরীর বাগানবাড়ী এলাকায় পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে আহত হন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ ও মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক তানভীর আহমেদ রবিন।
এ সময় পুলিশ বিএনপি ও যুবদল-ছাত্রদলের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করে।
খবরের সত্যতা নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার। তিনি জানান, বিএনপির নেতাকর্মীরা বিশৃঙ্খলার চেষ্টা করলে পুলিশ বাধাঁ দেয়। এ সময় ৮জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
গ্রেফতারকৃতরা হলেন- মহানগর বিএনপি নেতা এফআই ফারুক, ওয়ার্ড বিএনপি নেতা ওয়াসিম, যুবদল নেতা আলী, স্বপন, মহানগর দক্ষিণ থানা ছাত্রদলের সদস্য সচিব গোবিন্দ রায়, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহবায়ক ইমন চৌধুরী সহ আরো দুই বিএনপি কর্মী।
মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ জানান, পুলিশি বাধাঁয় সমাবেশ শেষ করে বাসায় ফোরার পথে বাগানবাড়ী সড়কে পুলিশ আমাদের চারদিক থেকে ঘিরে ধরলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয় এবং গ্রেফতার হয় ৮জন।
জানা যায়, এর আগে দলীয় কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করলে নতুন বাজার মোড়ে পুলিশ বাধাঁ দেয়। এ সময় পুলিশি বাধাঁয় দলীয় নেতাকর্মীরা রাস্তায় বসে পড়লে সেখানেই সমাবেশ করা হয়।
এ সময় মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, অধ্যাপক শেখ আমজাদ আলী, অ্যাড, এমএ হান্নান খান, মাহাবুবুল আলম মাহাবুব, কায়কোবাদ মামুন, রতন আকন্দ, সৈয়দ শরীফ, শামীম আজাদ প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে গত শুক্রবার (২৬ মার্চ) পুলিশের সঙ্গে সংঘর্ষে হতাহত হওয়ার ঘটনায় বিএনপি ২৯ মার্চ ঢাকাসহ বিভাগীয় শহরে এবং ৩০ মার্চ জেলা শহরে বিক্ষোভ কর্মসূচি ঘোষনা দেয়।