তারেক রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানিয়েছে এশিয়া ও মধ্যপ্রাচ্য বিএনপি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:২৭ পিএম, ২২ মার্চ,সোমবার,২০২১ | আপডেট: ১১:৩২ পিএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সুনামগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এশিয়া ও মধ্যপ্রাচ্য বিএনপি।
আজ সোমবার (২২ মার্চ) সকালে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আদালতে ওই মামলাটি করা হয়। মামলার বাদীপক্ষের আইনজীবী আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
এক বিবৃতিতে এশিয়া প্যাসিফিক অঞ্চলীয় স্বাধীনতার সুর্বনজয়ন্তী উদযাপন সমন্বয় কমিটির আহ্বায়ক ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ডক্টর শাকিরুল ইসলাম খান শাকিল, মধ্যপ্রাচ্য স্বাধীনতার সুর্বনজয়ন্তী উদযাপন সমন্বয় কমিটির আহ্বায়ক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মধ্যপ্রাচ্য সাংগঠনিক সমন্বয়ক সৌদিআরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব নেতৃদ্বয় বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেই সম্পূর্ণ মনগড়া ও অসৎ উদ্দেশ্য প্রণোদিত এই মামলা।
বাংলাদেশের মানুষ এখন ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেতে তারেক রহমানের অপেক্ষায়। পরিছন্ন রাজনীতির এই রোল মডেলকে বিতর্কিত এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই সরকার আদালতের কাঁধে বন্দুক রেখে গুলি ছুঁড়ছে।
জনগণ আওয়ামী ফ্যাসিবাদের এই অপকৌশল প্রতিহত করবে। বিএনপি সবচেয়ে জনপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল। যে স্বপ্ন নিয়ে শহীদ জিয়াউর রহমান বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জনে ঝাপিয়ে পড়েছিলেন। সেই স্বাধীনতাকে ধূলিস্যাৎ করে দিচ্ছে এই সরকার।
এই সরকার ক্ষমতায় থেকে দেশের মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছে। বিচার বিভাগ, আইনশৃঙ্খলা, প্রশাসন সবখানে অগণতান্ত্রিক চর্চা চলছে। তারেক রহমানের বিরুদ্ধে এই মামলা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।
সকলকে এই ষড়যন্ত্র মুলক মামলার বিরুদ্ধে সোচ্চার হয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহবান জানান এশিয়া ও মধ্যপ্রাচ্য বিএনপি।
এদিকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আমেরিকা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, বেলজিয়াম বিএনপির প্রধান উপদেষ্টা সানোয়ার আলী ছিদ্দিক, মালেশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সৌদিআরব পূর্বাঞ্চল বিএনপির সভাপতি আকম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট মীর ছিদ্দিকুর রহমান ইমরান, পশ্চিম অঞ্চল সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান তফন, জাপান বিএনপির সভাপতি নূরে আলম, সাধারণ সম্পাদক মীর রেজা, আয়ারল্যান্ড বিএনপির সভাপতি হামিদুল নাসির, জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, কুয়েত বিএনপির সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক আবুল হাসেম এনাম, সাবেক সদস্য সচিব শওকত আলী, সিঙ্গাপুর বিএনপির সভাপতি শামসুর রহমান ফিলিপ, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল, সংযুক্ত আরব আমিরাত বিএনপির সভাপতি জাকির হোসেন, সাধারন সম্পাদক আব্দুল সালাম তালুকদার, বাহরাইন বিএনপির সভাপতি সাবের আহমেদ, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নু, সিনিয়র সহসভাপতি আকবর হোসেন, জর্ডান বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, লেবানন বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব ওয়াসিম আকরাম, দক্ষিণ কোরিয়া বিএনপির সভাপতি এম সজল জামান, সাধারণ সম্পাদক হাসিবুল কবির হাসিব, হংকং বিএনপির সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম নিজামী, মালদ্বীপ বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খলিলুর রহমান, যুগ্ন সম্পাদক আজহার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ওমান বিএনপির সভাপতি নুর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক ঈসা সিরাজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী সাইদুল ইসলাম, ফিনল্যান্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামান সরকার মনির, অষ্ট্রিয়া বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মাসুদূর রহমান, ফ্রান্স বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, জার্মান বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তাক খান, বেলজিয়াম বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলম হোসেন, ইতালি বিএনপির যুগ্ম সম্পাদক শাহ তৌহিদ কাদের, স্পেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল, কানাডা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনছার উদ্দিন, আমেরিকা মিশিনগান সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মুর্শেদ, অষ্ট্রিয়া বিএনপি নেতা নাসির উদ্দিন।
উল্লেখ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক বলায় মামলাটি দায়ের করেন যুক্তরাজ্য প্রবাসী মঈনুল হক।