স্বাধীন বাংলাদেশ নয়, পাকিস্তানের শাসন ক্ষমতায় বসতে চেয়েছিল আওয়ামী লীগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫০ এএম, ২১ মার্চ,রবিবার,২০২১ | আপডেট: ১২:৪৩ এএম, ১০ নভেম্বর,রবিবার,২০২৪
‘স্বাধীনতার ৫০ বছরেও স্বাধীনতার বিন্দুমাত্র সুফল পায়নি দেশের মানুষ। এমনকি সুবর্ণজয়ন্তীর কর্মসূচি পালনেও বাধা দিচ্ছে অনির্বাচিত ফ্যাসিবাদী সরকার। তারা মানুষ দেখলেই ভয় পায়। স্বাধীন বাংলাদেশ নয়, পাকিস্তানের শাসন ক্ষমতায় বসতে চেয়েছিলেন তৎকালীন নেতা শেখ মুজিবুর রহমান ও তার দল আওয়ামী লীগ। শুধু জাতির পিতার নাম পরিবর্তনের জন্য আমরা যুদ্ধ করি নাই। যে গণতন্ত্র ও ভোটের অধিকারের জন্য আমরা যুদ্ধ করলাম, সে ভোট আজ নির্বাসনে।’
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী অডিটোরিয়ামে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক ফোরাম’ আয়োজিত এক আলোচনা সভায় সরকারকে অভিযোগ করে প্রধান অতিথি হিসেবে এমন বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।
তিনি আরও বলেন, শেখ মুজিব নিজেই বলেছেন, আওয়ামী লীগ চাটার দল। তিনি গাজীকে বলেছিলেন, সাড়ে সাত কোটি কম্বল আনলাম, আমারটা গেল কই?
আবদুস সালাম আরও বলেন, আমাদের কাছে মুক্তিযুদ্ধের গল্প করে লাভ নাই! আমরা মেজর জিয়ার ডাকেই মুক্তিযুদ্ধে নেমেছিলাম। জিয়া ক্যু করে ক্ষমতায় আসেননি। তাঁকে জনগণ ক্ষমতায় বসিয়েছে। আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে এবং আওয়ামী লীগ সবকিছু কেড়ে নিয়েছে আর বিএনপি সবকিছু ফিরিয়ে দিয়েছে বলে দাবি করেন তিনি। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির মুকুলের সভাপতিত্বে বিশেষ অতিথি বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, বিএপির সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক নেওয়াজ হালিমা আরলী, মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু ও ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আবুল হাসানসহ সংগঠনের নানা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানেই বাংলাদেশ। তাই তাঁর নাম এই ফ্যাসিবাদী সরকার মুছে দিতে পারবে না। এ বছরেও ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিয়ার নাম মুছে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সময় হলে জনগণও তাদের নাম মুছে দিবে বলে হুঁশিয়ার করেন এই শিক্ষক নেতা।
শহীদুল ইসলাম বাবুল বলেন, ডিম আগে না মুরগি আগে তা না ভেবে অর্থাৎ নেতারা আগে নামবেন না কর্মীরা আগে নামবেন, তা না ভেবে সবাইকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ মোকাবিলায় মাঠে নামার আহবান জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক নাসির জামান খানের পরিচালনায় সংগঠনের সহ-সভাপতি প্রফেসর নায়লা ইসলাম ও প্রফেসর সৈয়দা রোমেনা হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন বিশেষ কাজে দেশের বাইরে আছেন বলে জানান আয়োজকরা ।