দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি - ডাঃ ইরান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৮ এএম, ২১ মার্চ,রবিবার,২০২১ | আপডেট: ০২:৪১ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশে দৃশমান কিছু অবকাঠামোর উন্নয়ন হলেও নীতি- নৈতিকতা ও মনুষত্বে পচন ধরেছে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার মুখোশ পড়ে মুক্তিযুদ্ধের আকাক্সক্ষা গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করা হয়েছে। ’৭০ সালে পাকিস্তানিরা ভোটাধিকার দিলেও নব্য আওয়ামী ফ্যাসিবাদী শক্তি জনগণের ভোটাধিকার হরণ করেছে। আওয়ামী লীগ দেশের রাজনীতি, অর্থনীতি, সামাজিক ও সাংস্কৃতিক চেতনাকে বিভক্ত করে অসুস্থ ধারা ও প্রতিহিংসার দাবানল জ্বালিয়ে দিয়েছে। ১৯৭১ সালে রক্তাক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে দেশে ভোটবিহীন জবরদখলকারী সরকার ক্ষমতায়। বর্তমান সরকারের সাথে জনগণের কোনো সম্পর্ক নাই। তারাই গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার স্লোগান তুলছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে।
তিনি বলেন, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় সাজা দিয়ে কারান্তরীণ রেখেছে। দুর্নীতি, দুঃশাসন, লুটপাট ও অর্থপাচারের মাধ্যমে দেশের অর্থনীতি তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। আইনশৃংখলা বাহিনী ও সিভিল প্রশাসনকে নগ্ন দলীয়করণের মাধ্যমে বিরোধী শক্তি নিধন করছে। এভাবে একটা দেশ ও সমাজ চলতে পারে না।
তিনি বলেন, আমার পিতা মাস্টার ইসমাইল হোসেন একজন শিক্ষানুরাগী ও পরোপকারী মানুষ ছিলেন। শিক্ষাক্ষেত্রে ও ইসলামের প্রচার, প্রসারে তিনি আমরণ কাজ করেছেন। মানুষের সেবা করার নেশা থেকেই আমি রাজনীতিকে বেছে নিয়েছি। আমার পিতা মাস্টার ইসমাইল হোসেনের মাগফিরাত কামনায় আপনাদের দোয়া কামনা করছি। গতকাল শনিবার বিকালে ভিটাবাড়ীয়ায় মাস্টার ইসমাইল হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে ভান্ডারিয়া উপজেলা লেবার পার্টি আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। লেবার পার্টির আহবায়ক ওবায়দুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফ উদ্দিন, পিরোজপুর জেলা সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী, ভান্ডারিয়া উপজেলা লেবার পার্টির সদস্য সচিব সুলতান আহমেদ রানা, কাউখালী উপজেলা সদস্য সচিব সাকিল মাহমুদ, উপজেলা বিএনপি নেতা রুহুল আমিন মুন্সী, ভান্ডারিয়া উপজেলা সংগঠন সচিব এমদাদুল হক জাহাংগীর, জেলা যুবদলের কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম বাবু প্রমুখ।