কাদের মির্জার অনুসারীর মামলায় নিহত আলাউদ্দিনও আসামি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৩ পিএম, ১৬ মার্চ,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৬:৫৬ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সহিংসতায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে গুলিবিদ্ধ হয়ে নিহত সিএনজি অটোরিকশাচালক ও শ্রমিকলীগকর্মী আলাউদ্দিনকেও।
গতকাল সোমবার (১৫ মার্চ) দুপুরে মির্জা কাদেরের অনুসারী কোম্পানীগঞ্জের চরকালী গ্রামের মৃত আলী আজ্জমের ছেলে ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি সালাহ উদ্দিন পিটনের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ২ নম্বর আমলি আদালতে দায়ের করা মামলায় আলাউদ্দিনকে ৩৬ নম্বর আসামি করা হয়েছে।
মামলায় তার ছোট ভাই এমদাদ হোসেনকেও আসামি করা হয়।
মামলার আর্জি সূত্রে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে চাপরাশির হাট পূর্ব বাজারে মিজানুর রহমান বাদলের নেতৃত্বে ১০৫ জন ‘সন্ত্রাসী’ মেয়র আবদুল কাদের মির্জার সমর্থকদের ওপর হামলা চালায়। হামলাকারীরা কামাল পাটোয়ারীসহ বেশ কয়েকজনকে গুলি করে জখম করে।
এ সময় মামলার ৩১-৫৫ নম্বর আসামিরা গুলি ও বোমা বিস্ফোরণ করে ভীতি সৃষ্টি করে জনতাকে ছত্রভঙ্গ করে।
এতে নিহত আলাউদ্দিনকে ৩৬ নম্বর এবং তার ছোট ভাই এমদাদ হোসেনকে ৩১ নম্বর আসামি করা হয়েছে।
এ ছাড়া কোম্পানীগঞ্জ সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরর ভাগ্নে মাহববু রশিদ মঞ্জু, ফখরুল ইসলাম রাহাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধ খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরীসহ ১০৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো এক থেকে দেড় শ’ জনকে আসামি করা হয়।
মামলার বাদি অভিযোগ করেন, এ ঘটনায় ২০ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জ থানায় এজাহার দাখিল করলেও পুলিশ তা মামলা হিসেবে রেকর্ড করেনি। তাই তিনি আদালতে মামলা দায়ের করেছেন।
আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন বলে বাদিপক্ষের আইনজীবী শংকর চন্দ্র ভৌমিক জানান।
উল্লেখ্য, গত ৮ মার্চ কাদের মির্জার উপস্থিতিতে কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের ওপর হামলা হয় বলে অভিযোগ রয়েছে।
এর প্রতিবাদে ৯ মার্চ বিকেলে বসুরহাট বাজারের রূপালী চত্বরে এক প্রতিবাদসভাকে কেন্দ্র করে আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানু রহমান বাদল সমর্থিতরা রক্ষক্ষয়ী সংঘর্ষে জড়ায়। এতে ১৫ জন গুলিবিদ্ধ ও শতাধিক আহত হয়।
গুলিবিদ্ধ হয়ে যুবলীগকর্মী ও সিএনজি অটোরিকশাচালক আলাউদ্দিন মারা যান। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জের চাপরাশির হাটে এই দু’গ্রুপের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ ও ৩৫ জন আহত হন।
গুলিবিদ্ধ অবস্থায় সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরকে ঢাকা মেডিক্যালে ভর্তি করলে ২০ ফেব্রুয়ারি রাতে তিনি মারা যান।