বিএনপির প্রতিবাদ সমাবেশ শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫১ পিএম, ১০ মার্চ,
বুধবার,২০২১ | আপডেট: ১১:৫৭ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ঢাকা মহানগর উত্তরে বিএনপির প্রতিবাদ সমাবেশ শুরু হয়েছে।
আজ বুধবার বেলা দুইটায় সমাবেশে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বেলা বারোটার পর থেকেই সমাবেশস্থলে ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেন।
বেলা বাড়ার সাথে সাথে খিলগাঁও তালতলা মার্কেটের সামনে সমাবেশস্থলে নেতাকর্মীর ঢল নামে। সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা পুরো সমাবেশস্থল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার, সাজা প্রত্যাহার এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে বিভিন্ন ধরনের সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন। সমাবেশকে কেন্দ্র করে খিলগাঁ এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
আজকের সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য ও ৬ সিটি করপোরেশনে দলটির মেয়র প্রার্থীরা বক্তব্য রাখবেন।