নারায়ণগঞ্জে পুলিশি বাধা উপেক্ষা করে জেলা বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০১ এএম, ১৫ ফেব্রুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০৩:৩৪ পিএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিন্টে জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পুলিশ বাধা দিলেও সেই বাধা উপেক্ষা করেই কর্মসূচী পালন করে নেতাকর্মীরা। প্রতিবাদ সমাবেশে শেষে জেলা বিএনপির সদস্য মাসুকুল ইসলাম রাজীবের নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, আজকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য এবং দেশকে ধ্বংস করার জন্য বিদেশি গোয়েন্দা ও কুচক্রী মহলের চক্রান্তে আজ শহীদ জিয়াউর রহমানের খেতাব ছিনিয়ে নেয়ার চেষ্টা করছেন। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।
জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদেতিনি বলেন, যারা এই দেশ স্বাধীন করলো তারাই আজ এদেশে অপমান অপদস্ত হতে চলেছে। শহীদ জিয়াউর রহমানকে দেশবাসী জানে বিশ্ববাসী জানে। জিয়াউর রহমানকে এই বীরউত্তম খেতাব কে দিয়েছিল। সেই ততকালীন আ’লীগ সরকার দিয়েছিল। ততকালীন রাষ্ট্রপ্রধানের স্বাক্ষরে জিয়াউর রহমানকে বীর উত্তম খেতাব দেয়া হয়েছে। তারা যদি ভুল করে থাকে তাহলে তাদেরই বিচার হওয়া উচিত যারা খেতাব দিয়েছিল। সমাবেশে আরো বক্তব্য রাখেন, মহানগর যুবদলের সভপিতিও নাসিক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।