ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৬ পিএম, ১৪ ফেব্রুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০৮:৪৮ পিএম, ১৫ সেপ্টেম্বর,রবিবার,২০২৪
ময়মনসিংহের তারাকান্দায় মহান স্বাধীনতার ঘোষক, প্রথম সেক্টর ও ফোর্সের কমান্ডার,বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব প্রত্যাহারের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ রবিবার দুপুর ১২ টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার এর নেতৃত্বে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজারস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স।
আরও বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার,তারাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার,ইয়াসিন আলী মেম্বার,মোখলেছুর রহমান মুকুল,সাজেদুল করিম খোকন, উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাদিম সারোয়ার টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন,তারাকান্দা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল মন্ডল,আজাহারুল ইসলাম,ছাত্রদল নেতা আলমগীর হোসেন রকি,জুয়েল মিয়া,মাজেদুল,স্বেচ্ছাসেবক দলনেতা ছায়াদুল হক মন্ডল,ফজলুল হক,আমির হাসান স্বপন,জহিরুল হক(আল আমিন) কাজিম উদ্দিন প্রমূখ।