কানাডায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৬ পিএম, ১৩ ফেব্রুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০৩:১২ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
ফয়সাল চৌধুরী সভাপতিত্বে ও সহ-সভাপতি ইন্জিনিয়ার জাহিদ খানের সন্চালনায় বক্তারা আরও বলেন- জিয়াউর রহমানকে নিয়ে টানাটানি করবেন না। হাত পুড়ে যাবে। বাংলাদেশের স্বাধীনতার অপর নাম জিয়াউর রহমান। এখন ঘরে ঘরে খুনি, মাফিয়া, দখলদার,লুটেরাদের নিয়ে এই অবৈধ সরকার ।এ সরকারের পতন না হওয়া পর্যন্ত দেশের মুক্তি নাই।
মহান স্বাধীনতার ঘোষক,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম-খেতাব বাতিলের চক্রান্ত করার প্রতিবাদে গত রাতে কানাডা বিএনপির প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা,এ্যাবের মহা সচীব,ভিপি ইন্জিনিয়ার মোহাম্মদ হারুন-নুর-রশীদ আরও বক্তা ছিলেন-ভুইয়া,ড: এস এম সরোয়ার রহমান,দেওয়ান এ বিএম আব্দুর রাজ্জাক,মারিফুর রহমান ,দেওয়ান আকমল হোসেন,অধ্যাপক বজলুর রহমান,নাজমা হক,এম এ মাসুদ,আকতারুজ্জামান,কাজী আজাদ,হুমাউন কবির, লুৎফুল বারী,কুতুব উদ্দীন,শহীদ ভুইয়া,জাহাঙ্গীর আলম,মুহিম আহমেদ,নির্মল দেব,ইন্জিনিয়ার হুমাউন কবির,আব্দুল কদ্দুছ, ড: মোহাম্মদ মইনুল ইসলাম,ইন্জিনিয়ার মামুন,এম ডি মাসুদ,আলমগীর মৃধা,এডি সালিকুজ্জামান,আনিসুর কবির,রবিউল ইসলাম সম্পা প্রমুখ ।সভায় আরও উপস্হিত ছিলেন রাসেল সিদ্দকী,সাধ চৌধুরী,মোহাম্মদ আব্দুল মুহিত,অধ্যাপক মমতাজ উদ্দীন ও মকসুদ চৌধুরী,মওদুদ খান,ইন্জিনিয়ার জহিরুলসহ অনেকে।
বক্তারা সৈরাচারী সরকারের এ হেন জগন্য পদক্ষেপর বিরুদ্ধে কঠিন আন্দোলন ও বিশ্ব জনমত গড়ে তুলতে আহব্বান জানান।