উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৭ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪ | আপডেট: ০৯:৫৬ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি এবং বেসরকারী বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার ( ২০ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ শোক বার্তা প্রকাশ করেন।
শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, "এ এফ হাসান আরিফ এর মৃত্যুতে তাঁর শোকাহত পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। তিনি দেশের একজন অভিজ্ঞ, নামকরা ও বিশিষ্ট আইনজীবী হিসেবে সর্বমহলে সুপরিচিত ছিলেন। আইনজীবী হিসেবে তিনি তাঁর ন্যায়নীতি থেকে কখনোই বিচ্যুৎ হননি। তাঁর মৃত্যুতে দেশে গণতন্ত্রে উত্তরণে এক শুণ্যতা সৃষ্টি হলো।
বিএনপি মহাসচিব শোকবার্তায় এ এফ হাসান আরিফ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি এবং বেসরকারী বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ আজ শুক্রবার বেলা ৩ টায় রাজধানী ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
এর আগে, অন্তর্বর্তীকালীন সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ এম হাসান আরিফের মৃত্যুর খবরে সাড়ে ৩টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি হাসান আরিফের পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।
হাসপাতাল থেকে বেরিয়ে মির্জা ফখরুল বলেন, ‘তিনি কেবল একজন স্বনামধন্য আইনজীবীই ছিলেন না, তিনি বিশিষ্ট গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন। এই সময়ে তার প্রয়োজন ছিল। ব্যক্তিগতভাবে আমি আমার সুহৃদকে হারিয়েছি। দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে।’ তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়, বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব।