শেখ হাসিনা বাংলাদেশের নাগরিকদের হয় দালাল, নাহয় দাস বানিয়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৯ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪ | আপডেট: ০৮:০৫ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
স্বৈরাচার গণ-হত্যাকারী শেখ হাসিনা গত ১৬ বছরে বাংলাদেশের নাগরিকদের হয় দালাল বানিয়েছেন, নাহয় দাস বানিয়েছেন। সেই শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। যারাই বিচারের আগে কোনো নির্বাচনের পাঁয়তারা করবে, তাদের জাতীয় শত্রু হিসেবে ধরে নেওয়া হবে।
মহান বিজয় দিবসে ‘বিজয় র্যালি’ শেষে এক সমাবেশে জাতীয় নাগরিক কমিটির নেতারা এসব কথা বলেন।
জাতীয় নাগরিক কমিটির বিজয় মিছিল আজ সোমবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে রাজধানীর বাংলামোটর থেকে শুরু হয়। এরপর মিছিলটি শাহবাগ, আজিজ সুপার মার্কেট, নিউ এলিফ্যান্ট রোড, নীলক্ষেত, পলাশী হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় যায়। সেখানে তখন আরেকটি কর্মসূচি চলছিল। তাই মিছিলটি টিএসসি হয়ে শাহবাগে এসে বিকেল পাঁচটায় শেষ হয়। সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে জাতীয় নাগরিক কমিটি।