কত মাস বা কত সময় অন্তর্বর্তী সরকারের প্রয়োজন : তারেক রহমান
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭:৩১ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪ | আপডেট: ০৮:২৫ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কত মাস বা কত সময় অন্তর্বর্তী সরকারের প্রয়োজন তা জানগণের জানার অধিকার রয়েছে।
আজ রবিবার বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি দেয়া বক্তব্যে একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বাংলাদেশের জনগণকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মূলমন্ত্রে ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছেন। তবে তাবেদার অপশক্তি বারবারই স্বাধীন বাংলাদেশকে বিপথে নেবার ষড়যন্ত্র অব্যাহত রেখেছিলো। বিশেষ করে পলাতক স্বৈরাচার গত দেড় দশকে বাংলাদেশের স্বাধীনতা , সন্মান, বিজয়ের গৌরব ও অর্জনকে প্রায় বিকিয়ে দিয়েছিলো। তবে ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যূত্থানে গত ৫ই অগাস্টঁ তাবেদার মাফিয়া চক্রের প্রধানের পালিয়ে যাবার ভেতর দিয়ে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষা পেয়েছে।
তিনি আরো বলেন, একারণে প্রায়ই তিনি বলে থাকেন, ১৯৭১ সাল ছিলো স্বাধীনতা অর্জনের আর ২০২৪ সাল দেশ ও জনগনের স্বাধীনতা রক্ষার।