ভৈরবে বিএনপির বিক্ষোভ কর্মসূচি স্থগিত, সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৮ পিএম, ১৬ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৪:৪৪ পিএম, ২৫ নভেম্বর,সোমবার,২০২৪
ভৈরবে আওয়ামীলীগ ও পুলিশের অপতৎপরতার কারনে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি।
ভৈরব বিএনপি সূত্রে প্রকাশ বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে বিএনপি সারা দেশে মহানগর ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষনা করে।
ভৈরব উপজেলা ও পৌর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি পালনের লক্ষ্যে পৌর মাতৃসদন এলাকায় থেকে আজ সোমবার সকাল ১০ টায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করলে বিএনপির কর্মসূচি বানচাল করতে উপজেলা ও পৌর আওয়ামীমীগ পৌর শহিদ মিনারে একই সময়ে পাল্টা কর্মসূচি ঘোষণা করে পৌর এলাকায় মাইকিং করে এবং ভৈরব থানা পুলিশ রবিবার রাতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের বাড়ি বাড়ি হানা দিয়ে ভৈরব পৌর ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সুলাইমান মিয়া ও পৌর ছাত্রদলের সদস্য সচিব মুকিত আবদুল্লাহ ফারুকী কে গ্রেফতার করে।
ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মীরা ধারালো অস্ত্র নিয়ে শহরের বিভিন্ন স্থানে মহড়া দিতে থাকে ফলে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সহিংসতা এড়াতে ভৈরব বিএনপি সোমবার সকাল ১০ টায় এক সংবাদ সম্মেলন করে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি হাজী মোঃ শাহীন, সাধারণ সম্পাদক ভিপি মোঃ মজিবুর রহমান, পৌর বিএনপির সিনিয়র নেতা হাজী মোঃ জিল্লুর রহমান, উপজেলা বিএনপি,র সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মাছুম বিল্লাহ, যুবদল উপজেলা শাখার সভাপতি দেলোয়ার হোসেন সুজন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোবারক হুসেন প্রমূখ।