ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৫ পিএম, ৭ জানুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ০২:০৭ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডাঃ জোবাইদা রহমান এর বিরুদ্ধে মিথ্যা,ভিত্তিহীন ও বানোয়াট মামলায় স্থাবর অস্থাবর বাজেয়াপ্ত করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ, আশুলিয়াতে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভির সঞ্চালনায় আজ শনিবার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত মিছিলে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক বদরুল আলম সুমন।
আরো উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফিক, সাভার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফেজ দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক সুমন মজুমদার, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইউসুফ, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন মাদবর, সুমন মিয়া, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, যুগ্ম আহবায়ক পারভেজ পাঠান, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ আরিফ, আসলাম হোসেন, তোফাজ্জল হোসেন, মোখলেস, সাভার থানার যুগ্ম আহবায়ক গোলাম রাব্বানী, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল এনামুল হক মনি, তানিম ইকবাল, রাসেল প্রমুখ।
ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি বলেন, যদি অনতিবিলম্বে দেশনায়ক তারেক রহমান ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডাক্তার জোবেদা রহমানের বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক মামলায় আদালত কর্তৃক ফরমায়েশি রায়ে সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এ রায় প্রত্যাহার না করা হলে আগামীতে জণগণকে সাথে নিয়ে দূর্বার গণ আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটানো হবে।