তারেক রহমানের নামে সাজার প্রতিবাদে বগুড়া জেলা বিএনপি’র তাৎক্ষনিক বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৩ এএম, ৫ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ০৪:৩১ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে নড়াইলের আদালতে একটি মানহানি মামলায় সাজা দেয়ার প্রতিবাদে বগুড়া জেলাতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে নড়াইল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথ্যা মানহানি মামলায় ২ বছরের সাজা প্রদানের প্রতিবাদে তাৎক্ষনিক বগুড়া জেলা বিএনপি নবাববাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে সড়কে বিক্ষোভ সমাবেশ করে।
জেলা বিএনপি’র যুগ্ন-আহ্বায়ক এ্যাডঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ন-আহ্বায়ক ফজলুর বারী তালুকদার বেলাল, রেজাউল করিম বাদশা, জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, হামিদুল হক চৌধুরী হিরু, কে এম খায়রুল বাসার, শেখ তাহা উদ্দিন নাহিন, সহিদ উন নবী সালাম জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ন-আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান সহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।