সময় আসছে সরকার পতনের আন্দোলন হবে : হাবিব উন নবী খান সোহেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫২ পিএম, ২ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৭:৩২ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, সময় আসছে সরকার পতনের আন্দোলন হবে। প্রতি বছর ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু দুঃখের বিষয় বিগত কয়ের বছর ধরে অন্যায় ভাবে কারাগারে রাখার কারণে তিনি ছাত্রদলের অনুষ্ঠানে যোগদিতে পারেনি। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও মিথ্যা মামলা দিয়ে দুরে রেখেছে সরকার।
তিনি আরো বলেন, জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার জন্য শত চেষ্টা করছে সরকার। কিন্তু এই শক্তি আজ ঘরে ঘরে জন্ম নিয়েছে। এই শক্তিকে আর দাবিয়ে রাখা যাবে না। তিনি তরুণ প্রজন্মের ছাত্রনেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমাদের হাজার হাজার তরুণ এ দেশের গণতন্ত্র রক্ষার জন্য স্বাধীনতা রক্ষার জন্য যেদিন ঝাঁপিয়ে পড়বে সেদিন এই ফ্যাসিস্ট সরকার এমনিতেই ক্ষমতা ছেড়ে পালাবে তিনি বগুড়ায় জেলা ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর ছাত্রসমাবেশে এ-কথা বলেন।
আজ সোমবার নবাববাড়ি সড়কস্থ দলীয় কার্যালয়ের সামনে ছাত্রসমাবেশে সভাপতিত্বে করেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে অলম সিদ্দীকি রিগ্যানের সঞ্চলনায় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাবেক এমপি গোলাম মো: সিরাজ, কাজি রফিকুল ইসলাম, মোশারফ হোসেন, জেলা বিএনপি নেতা জয়নাল আবেদীন চান, এম আর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, এনামুল কাদির এনাম, শেখ তাহাউদ্দিন নাহিন, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রাকিবুল ইসলাম শুভ, সদস্য সচিব আবু হাসান, শহর যুবদলের আহবায়ক আহসান হাবিব মমিসহ জেলা ছাত্রদলের ২৪টি ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগেবেলা ১২টায় আলতাফুনেছার খেলার মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে ।