গ্রেফতার করে সরকার পতন আন্দোলন দমিয়ে রাখা যাবে না : ওয়ারেছ আলী মামুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২০ পিএম, ২৪ ডিসেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ১১:৪৯ পিএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ বিএনপির সাড়ে চার শতাধিক নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে। এর পরেও বিএনপির গণমিছিল ঠেকানো যায়নি। বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেফতার করে সরকার পতন আন্দোলন দমিয়ে রাখা যাবে না।
তিনি আরো বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশের জনগণকে সাথে নিয়ে বিএনপিকে রাজপথের আন্দোলনে থাকার আহবান জানান।
আজ শনিবার ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীন জাতীয় সংসদ নির্বাচনসহ ১০ দফা দাবিতে দেশব্যাপী বিএনপির কর্মসূচীর অংশ হিসেবে শহরের বাইপাস মোড় থেকে জেলা বিএনপির নেতাকর্মীসহ সাধারন মানুষ একটি বিশাল গণমিছিল বের করে। গণমিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিন করে স্টেশন রোডে জেলা বিএনপি অফিসের সামনের রাস্তা অবরোধ করে গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেছেন।
তিনি আরো বলেন,এই অবৈধ সরকার যদি জুলুম করে ক্ষমতা ধরে রাখতে চায় তাহলে আগমী দিনে আমাদের যদি শরীর থেকে রক্ত দিতে হয়, কারো জীবন দিতে হয়, তাহলে আন্দোলন করে ক্ষমতার মসনত থেকে শেখ হাসিনার সরকারকে টেনে হেচড়ে পদত্যাগে বাধ্য করবো।
মামুন বলেন, আওয়ামী লীগের দলীয় সরকারের অধীনে ১৪ং বছরে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। আগামীতেও দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। তাই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত করতে হবে।
নির্বাচন নিশ্চিত করতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে নয় তাকে ক্ষমতার বাইরে রেখে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত করতে হবে। বিএনপি আর অবৈধ শেখ হাসিনা সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না। গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করতে বিএনপি দেওয়া ১০ দফা দাবি মেনে নিতে এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসসহ সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
জেল বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. গোলাম নবী, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন প্রমুখ।