ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা কারাগারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৫ পিএম, ২১ নভেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০৭:০৬ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
ময়মনসিংহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কারাগারে পাঠিয়েছে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এর আগে কোতয়ালী মডেল থানা পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে পাঠায়।
তারা হলেন- মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ফয়সাল (৪৫) ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি তিতুমীর সরকার (৪৭)।
আজ সোমবার সন্ধ্যা ৬টায় বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাড. নূরুল হক।
তিনি জানান, গত ১৫ অক্টোবর বিএনপির বিভাগীয় গণসমাবেশের দিন নগরীর রেলওয়ে স্টেশন এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের সংর্ঘষের ঘটনায় দায়ের করা মামলায় গত রাতে (২০ নভেম্বর) আমিনুল ইসলাম ফয়সালকে গ্রেফতার করে পুলিশ।
ওই মামলায় সোমবার (২১ নভেম্বর) দুপুরে কোতয়ালী মডেল থানা তাকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে বিচারক কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন।
এর আগে গত ১৭ নভেম্বর রাতে নগরীর আকুয়া এলাকা থেকে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি তিতুমীর সরকারকে একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার করে পুলিশ।
এর পরদিন গত ১৮ নভেম্বর একটি রাজনৈতিক মামলায় তিতুমীর সরকারকে কারাগারে পাঠানো হয় বলে জানান দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল।