ফরিদপুরে বাস ধর্মঘটের হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৩ পিএম, ৭ নভেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০৯:৩২ এএম, ১৫ নভেম্বর,শুক্রবার,২০২৪
ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে জেলায় দুই দিনের বাস ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে ফরিদপুর জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ। আগামী ১০ নভেম্বরের মধ্যে মহাসড়ক থেকে তিন চাকার যানবাহন বন্ধ করা না হলে আগামী ১১ ও ১২ নভেম্বর ধর্মঘট পালন করবে বাস মালিকদের সংগঠন ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপ। ফরিদপুর জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মো. নাসিরের গত ৫ নভেম্বর সই করা ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে পাঠানো চিঠিতে এ তথ্য জানা গেছে।
আগামী ১২ নভেম্বর ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ হওয়ার কথা রয়েছে। চিঠি সূত্রে জানা যায়, ২২টি জাতীয় মহাসড়কে সব ধরনের অবৈধ থ্রি-হুইলার (নছিমন, করিমন, ভটভটি, মাহিন্দ্র, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও ভাড়ায় চালিত মোটরসাইকেল) চলাচল বন্ধের নিষেধাজ্ঞা থাকা স্বত্ত্বেও এসব অবৈধ যান সহাসড়কে অবাধে চলাচল করছে। যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে দক্ষিণবঙ্গের আঞ্চলিক ও দূরপাল্লায় পরিবহন চলাচল বৃদ্ধি পেয়েছে। মহাসড়কে অবৈধ যান চলাচলের কারণে প্রতিনিয়ত নানা দুর্ঘটনা ঘটছে। তাই যাত্রীদের নির্বিঘ্নে ও নিরাপদ যাতায়াতের লক্ষ্যে আগামী ১০ নভেম্বরের মধ্যে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অনুরোধ জানানো হয়। অন্যথায় আগামী ১১ নভেম্বর সকাল ৬টা থেকে ১২ নভেম্বর রাত ৮টা পর্যন্ত ফরিদপুর জেলা বাস টার্মিনাল থেকে আঞ্চলিক বাস ও মিনিবাসসহ দূরপাল্লার সব রুটের বাস চলাচল বন্ধ রাখা হবে বলে জানানো হয়। ফরিদপুর জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মো. নাসির বলেন, এটা বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়, আগে থেকেই এই কর্মসূচি ছিল। ধর্মঘট নিয়ে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোসাদ্দেদ আলী ঈসা জানান, এটি জেলা পরিবহন মালিকদের ধর্মঘট নয় এটা সরকার ও প্রশাসনের নির্দেশে করা হয়েছে। পরিবহন বন্ধ করে আমাদের নেতাকর্মীদের সমাবেশস্থলে যাওয়া বন্ধ করা করা যাবে না।