টাঙ্গাইলের ভূঞাপুর জাল ভোট দেয়ার সময় আ’লীগ নেতা আটক, মুচলেকায় ছাড়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০১ এএম, ৩১ জানুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০৭:৩১ পিএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভা নির্বাচনে কেন্দ্র দখল করে নৌকা প্রতীকে জাল ভোট দেয়ার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতাকে আটক করে পুলিশ। কয়েক ঘন্টা পর তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
আজ শনিবার দুপুর আড়াইটার দিকে পৌরসভার ২ নং ওয়ার্ডের টেপিবাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার ইসরাত এডিন লুনা।
এদিকে ভূঞাপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সূচী বেগম নামে একজনের হাতের আঙ্গুল কেটে ফেলার খবর পাওয়া গেছে। সংঘর্ষে কমলা বেগম, আব্দুর রহমান, ময়েন উদ্দিন, সহিতন, সূচী বেগম, খায়রুল, আসাদুল, দুলালসহ ১০ জন আহত হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাত জনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা জানান, ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পর ভূঞাপুর পৌরসভার ১ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেনের সমর্থিতরা জাল ভোট দেয়া শুরু করে। পরে বিষয়টি নিয়ে আরেক কাউন্সিলর প্রার্থী জাহিদুল ইসলামের সমর্থকরা প্রতিবাদ করে। এক পর্যায়ে জাহিদুলের এজেন্টসহ সমর্থকদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়। এ সময় আনোয়ারের সমর্থকদের সঙ্গে জাহিদুল ইসলামের সমর্থকদের সংঘর্ষ হয়। এ ঘটনায় জাহিদুলের পক্ষের নারীসহ ১০ জন আহত হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রায় একঘন্টা ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। এ সময় প্রিজাইডিং অফিসার শাহীনুল ইসলামের বিরুদ্ধে কক্ষ বন্ধ রেখে সীল মারার অভিযোগ ওঠে। অভিযোগ অস্বীকার করে ১ নং ওয়ার্ডে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার শাহীনুল ইসলাম বলেন, দুই কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ৩০-৩৫ মিনিট ভোটগ্রহণ বন্ধ রাখা হয়।