বিস্ফোরণ আতঙ্কে ভোটারশূন্য কেন্দ্র, ২ কাউন্সিলর প্রার্থীকে পিটুনি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৮ এএম, ৩১ জানুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০৪:৪৮ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
ফেনী পৌরসভা নির্বাচনে ১৪ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
আজ শনিবার সকাল ৯টার দিকে পশ্চিম রামপুর তেঁতুলগাছ তলায় এ ঘটনা ঘটে। পরে বেলা ১১টার দিকে কেন্দ্রের আশপাশে পরপর বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহত কাউন্সিলররা হলেন- ডালিম প্রতীকের তাজুল ইসলাম পাভেল ও গাজর প্রতীকের নুরুল ইসলাম। আহত কাউন্সিলর প্রার্থী তাজুল ইসলাম বলেন, ‘সকাল ৯টার দিকে ভোট দিতে যেতে চাইলে ভোটকেন্দ্রের বাইরে অবস্থান করা উটপাখি প্রতীকের দিদারুল ইসলাম দিদারের সমর্থকরা আমার পথ আটকে ঘেরাও করে মারধর করেন। রাত থেকেই বহিরাগতরা এসে কেন্দ্র দখল করে রাখে। ভোটারদের কেন্দ্রে ডুকতে দিচ্ছে না।’
গাজর প্রতীকের নুরুল ইসলাম জানান, সকালে মেহেদী সাইদী পৌর বালিকা বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোট দিতে চাইলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে। লিমন নামে এক ভোটার বলেন, এ কেন্দ্রে ভোটারদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না। নারী ভোটারদেরকেও লাঞ্ছিত করা হয়েছে। আমাকে ধাওয়া করেছে। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে উটপাখি প্রতীকের দিদারুল ইসলাম দিদার বলেন, অভিযোগ অসত্য। ভোটে বিশৃঙ্খলা করার জন্য তারা এসব বলছেন। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে।
মেহেদী সাইদী পৌর বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রের প্রিসাইডিং অফিসার প্রণব চন্দ্র দাস জানান, সকালে সুন্দরভাবেই ভোটগ্রহণ শুরু হয়। কিন্তু ১১টার দিকে কেন্দ্রের আশেপাশের এলাকায় পরপর কয়েকটি বিস্ফোরণ হয়। এতে ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকে ভোটার উপস্থিতি একেবারেই কমে গেছে। কেন্দ্রের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত টিম কাজ করছে।
এ বিষয়ে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার সদর সার্কেল আতোয়ার রহমান বলেন, হামলার ব্যাপারে পুলিশকে কেউ অভিযোগ করেননি। খবর পেয়ে দ্রুত স্ট্রাইকিং ফোর্স ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।