চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপি মহাসচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০০ এএম, ৩১ জানুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০৮:১৬ পিএম, ১৪ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিবের সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও রয়েছেন।
আজ শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে রওনা হন তিনি।
বিএনপি মহাসচিবের একান্ত সহকারী মো. ইউনুস আলী বলেন, স্যার চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। সিঙ্গাপুর ফারার পার্ক হসপিটালে তিনি চিকিৎসা নেবেন। সিঙ্গাপুরে পৌঁছে সেখানকার নিয়মানুযায়ী কোয়ারেন্টাইনে থাকার পরে স্যার হসপিটালে যাবেন। সেভাবেই হসপিটালে ডাক্তারের সাথে সাক্ষাতের সময়সূচি ঠিক করা হয়েছে।
২০১৫ সালে কারাবন্দি অবস্থায় ঘাড়ে ইন্টারন্যাল ক্যারোটিভ আর্টারিতে ব্লক ধরা পড়লে সিঙ্গাপুরে তার চিকিৎসা করিয়েছিলেন ৭৩ বছর বয়েসী ফখরুল। এর চিকিৎসা বাংলাদেশে না থাকায় প্রতিবছরই ফলোআপ করতে তাকে সিঙ্গাপুরে যেতে হয়। এর আগে সর্বশেষ বিএনপি মহাসচিব ২০১৯ সালের ৪ অক্টোবর চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছিলেন।