বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর শোকবার্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৪ এএম, ৩০ জানুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০৬:৩০ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
খুলনা-৩ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এর পিতা বীর মুক্তিযোদ্ধা ও খুলনা জুট মিলের সাবেক কর্মকর্তা সিরাজুল ইসলাম আজ কুষ্টিয়ায় নিজ বাসভবনে বার্ধকাজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। সিরাজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
আজ এক শোকবার্তায় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “সিরাজুল ইসলামের মৃত্যুতে আমি তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। বীর মুক্তিযোদ্ধা এবং নীতিবান ও দায়িত্বপরায়ণ ব্যক্তি হিসেবে মরহুম সিরাজুল ইসলাম নিজ এলাকায় সর্বজন শ্রদ্ধেয় ছিলেন। স্বাধীনতা যুদ্ধে সাহসী ভূমিকার জন্য তিনি দেশবাসীর নিকট চিরগ্মরণীয় হয়ে থাকবেন। এছাড়া নিজ পেশায় তিনি সততা ও কর্তব্যনিষ্ঠার যে স্বাক্ষর রেখে গেছেন তা তার সহকর্মীদেরকে চিরকাল অনুপ্রাণিত করবে । তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ, অমায়িক, বন্ধুবৎসল ও পরোপকারী । তিনি চাকুরী পেশার পাশাপাশি সমাজসেবার নানা কাজের সাথেও নিজেকে জড়িত রেখেছিলেন। তিনি মেধা ও শ্রম দিয়ে তার সন্তানদের সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলেছিলেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারের সদসাদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। আমি মরহুম সিরাজুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্বীয়স্থজন, গুণথাহী ও শুভাকাঙ্খীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা ।”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা
অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “সিরাজুল ইসলামের মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের ন্যায় আমিও গভীরভাবে সমব্যাথী । '৭১ এর মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা হিসেবে পাকবাহিনীর সঙ্গে লড়াইয়ে তার সাহসী ভূমিকার জন্য তিনি দেশবাসীর নিকট চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। এছাড়া সৎ ও আদর্শনিষ্ঠ চাকুরীজীবি হিসেবে মরহুম সিরাজুল ইসলাম অত্যন্ত নিষ্ঠার সাথে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। চাকুরির পাশাপাশি তিনি সমাজসেবার নানা কাজের সাথেও নিজেকে যুক্ত রেখেছিলেন তিনি একান্তিক চেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে সমাজে তার সন্তানদের প্রতিষ্ঠিত করেছেন। সৎ, সঙ্জন, ধার্মিক ও পরোপকারী ব্যক্তি হিসেবে মরহুম সিরাজুল ইসলাম এলাকার মানুষের নিকট ছিলেন পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেষ্ত নসীব এবং শোকে শ্রিয়মান পরিবারের সদস্যদেরকে শোক সইবার ক্ষমতা দান করেন।"
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদসাবর্গ, আত্রীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।