ছুরিকাঘাতে মৃত বিজয়ী কাউন্সিলর, পুনঃনির্বাচনের তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৮ এএম, ৩০ জানুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০৪:২৮ এএম, ১ নভেম্বর,শুক্রবার,২০২৪
সিরাজগঞ্জ পৌরসভার আলোচিত ৬ নম্বর ওয়ার্ডের পুনঃনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আজ শুক্রবার বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ১৬ জানুয়ারি সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডে ডালিম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তরিকুল ইসলাম খান ৮৫ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হন। ফলাফল ঘোষণার কিছুক্ষণ পর দুর্বৃত্তরা নব-নির্বাচিত কাউন্সিলর তরিকুল ইসলাম খানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে দ্রুত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপরই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ওয়ার্ডের কাউন্সিলর পদটি শূণ্য ঘোষণা করা হয়।
এ ঘটনায় নিহত কাউন্সিলর তরিকুল ইসলামের ছেলে একরামুল হক হৃদয় বাদী হয়ে পরাজিত প্রতিদ্বন্দ্বী শাহাদত হোসেন বুদ্দিনকে প্রধান করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় এপর্যন্ত আটজন আসামি ধরা পড়েছে।
সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন জানান, ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচন উপলক্ষে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ ফেব্রুয়ারি। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়ন বাছাইয়ের তারিখ ৪ ফেব্রুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি এবং ভোট গ্রহণ ২৮ ফেব্রুয়ারি। ব্যালট পেপারের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।