ভোটের একদিন আগে নির্বাচন বর্জন করলেন বিএনপি মেয়র প্রার্থী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৫ পিএম, ২৯ জানুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ০৫:০৩ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
মৌলভীবাজার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। তার আগেই বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. অলিউর রহমান নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ না থাকা এবং প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলে মৌলভীবাজার প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।
আজ শুক্রবার বেলা ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে পৌর নির্বাচন বর্জনের ঘোষণা দেন ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়ানো অলিউর রহমান।
লিখিত বক্তব্যে অলিউর রহমান বলেন, ‘গতকাল বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনের মধ্যেমে আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসীদের তাণ্ডবের কথা জানিয়ে তাদের গ্রেপ্তারের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। এ বিষয়ে রিটানিং অফিসার বা প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। ছাত্রলীগের তাণ্ডব ও পুলিশের নিস্ক্রিয়তার কারণে বিএনপির সমর্থক ও কর্মীরা আতঙ্কগ্রস্থ হয়ে গেছে। ’
এর আগে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে নির্বাচনের পরিবেশ নিয়ে চরম উদ্বেগের কথা জানান। সরকার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেন, নৌকার প্রার্থী অবাধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ধানের শীষের সমর্থক, ভোটার, বিএনপির নেতাকর্মীদের মারধর ও হুমকিসহ ভয়ভীতি প্রদর্শন করছে।
তিনি আরও অভিযোগ করেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে প্রশাসন কোনো উদ্যোগ গ্রহণ করেনি। বরং সরকার দলীয় সমর্থকরা বিএনপির পোলিং এজেন্টদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। তাই নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে জেলা বিএনপি।
সংবাদ সম্মেলনে ধানের শীষের প্রার্থী অলিউর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্বল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, শামীম আহমদ, আব্দুর রহিম রিপন, সদর উপজেলা বিএনরি সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সেলিম আহমদ প্রমুখ।