নরসিংদীতে জেলা বিএনপির শোক র্যালীতে পুলিশি বাঁধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৬ পিএম, ১০ অক্টোবর,সোমবার,২০২২ | আপডেট: ১১:২৯ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পুলিশের গুলিতে নিহত আব্দুর রহিম, নূরে আলম শাওন, শহিদুল ইসলাম, আব্দুল আলিম এর প্রতি শ্রদ্ধা নিবেদন করে শোক র্যালী বের করেছে নরসিংদী জেলা বিএনপি।
আজ সোমবার বিকেলে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র আহবায়ক খায়রুল কবির খোকন এর নেতৃত্বে র্যালী বের হলে একটু সামনে গেলেই পুলিশের বাধা’র মুখে পরলে তারা পরে রাস্তার পাশে দাড়িয়েই র্যালীর কার্যাক্রম সম্পূর্ণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অ্যাড. আব্দুল বাছেত, ভি.পি জলিল, আকবর হোসেন, একেএম গোলাম কবির কামাল, দ্বীন মোহাম্মদ দিপু, ফারুক উদ্দীন ভূঁইয়া, খবিরুল ইসলাম বাবুল রবিউল ইসলাম রবি, আমিনুল হক বাচ্চু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা বিএপিনর হাবিবুর রহমান মিলন, ইলিয়াস আলী ভূঁইয়া, জাহিদুল ইসলাম জাহিদ, সুমন চৌধুরী, ছাত্রনেতা সিদ্দিকুর রহমান নাহিদ সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
এসময় বক্তারা বলেন, এই সরকার বিএনপি ও খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায় তাই তারা বিএনপি’র নেতা কর্মীদের গুম,খুন করে দাবিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু এখন এই সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে আমরা এই দেশের সাধারণ মানুষদের নিয়ে আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাবো।