বুলু-তাবিথসহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর যুবদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২৭ পিএম, ১৮ সেপ্টেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৫:২৩ পিএম, ২৫ নভেম্বর,সোমবার,২০২৪
কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এবং বিএনপির কেন্দ্রীয় সদস্য তাবিথ আউয়াল সহ অন্যান্য নেতাকর্মীদের আহত হওয়ার প্রতিবাদে আজ রবিবার নগরীর কাজীর দেউড়ি মোড়ে চট্টগ্রাম মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, আওয়ামী লীগ সরকার পতনের ভয় পেয়ে বিএনপির ওপর পৈশাচিক আক্রমণের মাত্রা বৃদ্ধি করেছে। এই কারণে তারা বিরোধী দলের গণতান্ত্রিক কর্মসূচির ওপর বন্দুকের ভাষা ব্যবহার করছে। আর এই নিষ্ঠুর আক্রমণে শীর্ষ নেতৃবৃন্দসহ তৃণমূলের নেতাকর্মীরাও রেহাই পাচ্ছে না। সহিংস হামলা, গুলিবর্ষণ, মিথ্যা মামলা ও গ্রেফতারের এমনই হিড়িক শুরু হয়েছে যে, সরকার এর মাধ্যমে গণতন্ত্রকেই বন্দী করতে চিরস্থায়ী বন্দোবস্ত করার পাঁয়তারা করছে।
দলীয় কর্মসূচি থেকে ঢাকা আসার পথে কুমিল্লায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এবং তাঁর সহধর্মিনী এবং রাজধানীতে মোমবাতি প্রজ্বলনের মতো শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের উপস্থিতিতে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এবং বিএনপির কেন্দ্রীয় সদস্য তাবিথ আউয়ালের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা এবং বনানীতে নেতাকর্মীকে গুরুতর আহত করা বর্বরোচিত ঘটনা।
নেতৃবৃন্দকে গুরুতর আহত করার ঘটনা বর্তমান সরকারের ভয়াবহ দু:শাসনে আরও একটি মাত্রা যোগ হলো। দানবীয় শক্তির এহেন হিংস্র বহি:প্রকাশের বিরুদ্ধে দেশবাসী বিক্ষোভে ফেটে পড়েছে। এই সরকারের বিদায় এখন নিশ্চিত। আমরা অবিলম্বে উল্লিখিত বর্বরোচিত ঘটনায় হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহবান জানাচ্ছি।
প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সহ সভাপতি নূর আহমদ গুড্ডু, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, আবদুল করিম, মোহাম্মদ মুছা, মিয়া মো. হারুন, হায়দার আলী চৌধুরী, নাছির উদ্দিন চৌধুরী নাসিম, মুজিবুর রহমান, মোহাম্মদ আলী সাকী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম তাজু, আবদুল হামিদ পিন্টু, সেলিম উদ্দিন রাসেল, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, হেলাল হোসেন, গুলজার হোসেন, যুগ্ম সহ সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, আসাদুর রহমান টিপু, জাহাঙ্গীর আলম বাচা, শাহজালাল পলাশ, মুজিবুর রহমান রাসেল, সম্পাদক মন্ডলীর সদস্য মুহাম্মাদ সাগির, নুরুল আমিন, মো. আলা উদ্দিন, সহ সম্পাদকবৃন্দ শাহেদুল ইসলাম, কামরুল ইসলাম, মো. মনজুর আলম মনজু, সাইফুদ্দিন যুবরাজ, ফারুক হোসেন স্বপন, গুলজার হোসেন মিন্টু, মিজানুর রহমান বাবুল, মো: সালাহ উদ্দিন, মো. ইদ্রিছ, আবদুল্লাহ আল মামুন জিতু, মো. আনোয়ার হোসেন, হোসেন উজ জামান, একে আজাদ, সাইদুল ইসলাম, নগর যুবদলের সদস্য মাহাবুব খান জনি, মোহাম্মদ সাইদুল হক সিকদার, থানা যুবদলের আহবায়ক বজল আহমেদ, মো. কুতুব উদ্দিন, শফিউল আজম, মো. খোরশেদ আলম, ইসমাঈল হোসেন লেদু, থানা যুবদলের সদস্য সচিব মো. হাসান, শওকত খান রাজু, মো. তাজ উদ্দিন তাজু, মো. সরওয়ার হোসেন, মুশফিকুর রহমান নয়ন, সি: যুগ্ম আহবায়ক মো. এয়াছিন, আবদুল জলিল, সাইফুল ইসলাম রুবেল, সাজ্জাদ আহমেদ সাদ্দাম, ইউনুস মুন্না, মোর্শেদ কামাল, রেদোয়ান আহমদ জনি, ইকবাল হোসেন মিলন, ওয়ার্ড যুবদলের জাবেদ হোসেন, মো. ইউনুস, বাদশা আলমগীর, জহিরুল ইসলাম জহির, মো. এসকান্দর, মো. সাইফুল ইসলাম, রাসেল খানসহ প্রমুখ নেতৃবৃন্দ।