পীরগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৭ পিএম, ১৮ সেপ্টেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৫:৪৩ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
জ্বালানী ও ভোজ্য তেল, সার, চাল সহ পরিবহন খাতে মুল্য বৃদ্ধি ও বিএনপির সমাবেশে হামলার প্রতিবাদে সারাদেশে বিএনপির চলমান আন্দোলনের কর্মসূচীর অংশ হিসেবে রংপুরের পীরগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
আজ রবিবার পীরগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয় চত্তরে রংপুর জেলা বিএনপির সদস্য মাহমুদ উন নবী পলাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন, রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজার রহমান সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, সাংগাঠনিক সম্পাদক পেীর কমিশনার সাইফুল আজাদ, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনোয়ার হোসেন মনু, যুবদলের আহবায়ক আনিছার রহমান আনিছ, ছাত্রদলের আহবায়ক মোস্তাফিজার রহমান মিলু সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপির সভাপতি ও সম্পাদক প্রমুখ ।
এদিকে এ বিক্ষোভ সমাবেশ উপলক্ষে দুপুরের পরপরেই বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মিরা দলীয় কার্যালয় চত্তরে জমা হয়ে এ বিক্ষোভ সমাবেশ করে।
সভায় বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিদ্যুতের অব্যহত লোড শেডিং এ উদ্বেগ প্রকাশ করে বলেন, এ সরকার দেশ পরিচালনায় ব্যর্থ। তারা ক্ষমতায় টিকে থাকতে বিরোধী মতে নেতা কর্মিদের হত্যা ও মামলা দিয়ে ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করছেন। তাই আগামী নির্বাচন তত্বাবধায়ক সরকারের অধিনে করার দাবীতে তীব্র আন্দোলন গড়ে তোলার জন্য দলীয় নেতা কর্মীদের আহবান জানান।