এক কমিটিতেই স্বেচ্ছাসেবক লীগের দেড় যুগ পার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১০ এএম, ২৮ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৭:৩১ পিএম, ২৫ নভেম্বর,সোমবার,২০২৪
টানা তিনবার রাষ্ট্র ক্ষমতায় থাকার পরও ত্রি-বার্ষিক কাউন্সিল হয়নি বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ মানিকগঞ্জ জেলা কমিটির। ২০০৩ সালে গঠিত কমিটি দিয়েই চলছে সাংগঠনিক কার্যক্রম। ওই কমিটির সভাপতি লিয়াকত আলী বর্তমানে অসুস্থ। সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান সেন্টু বছর পাঁচেক আগে মারা গেছেন। ফলে নতুন কমিটি না থাকায় ঝিমিয়ে পড়েছে সাংগঠনিক তৎপরতা।
দলীয় সূত্র জানায়, লক্ষ শহীদের রক্তার্জিত স্বাধীনতার আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আস্থাশীল হয়ে বঙ্গবন্ধুর আজীবনের স্বপ্ন সন্ত্রাস, দুর্নীতি, দারিদ্র্য, নিরক্ষরতা ও শোষণমুক্ত সোনার বাংলাদেশ গঠনকল্পে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে “সেবা, শান্তি, প্রগতি- স্বেচ্ছাসেবক লীগের মূলনীতি” স্লোগানে ১৯৯৪ সালের ২৭ জুলাই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সংগঠনটি গঠন করা হয়।
জানা গেছে, স্বেচ্ছাসেবক লীগের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পর পর ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে জেলা কমিটি বাধ্যবাধকতা থাকলেও ১৮ বছর পেরিয়ে গেলেও সংগঠনটির মানিকগঞ্জ জেলা কমিটি পুনঃগঠন হয়নি।
জানা যায়, সর্বশেষ ২০০৩ সালে কাউন্সিলের মাধ্যমে মানিকগঞ্জে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ওই কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান সেন্টু গত চার বছর আগে ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন সংগঠনটির জেলা কমিটির সভাপতি।
আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকার পরেও দলটির অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের মানিকগঞ্জ জেলা কমিটির মেয়াদ দেড় যুগ পার হলেও এ পর্যন্ত কাউন্সিল হয়নি। পুরনো কমিটি দিয়েই চলছে সরকারি দলের গুরুত্বপূর্ণ এই অঙ্গ সংগঠনটি। দীর্ঘদিন যাবৎ একই কমিটি থাকায় জেলা কমিটির অন্যান্য নেতাকর্মীদেরও তেমন কোন সাড়া নেই। অপরদিকে, জাতীয় ও সংগঠনের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও কার্যক্রমেও জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্তমান কমিটির চোখে পড়ার মত তেমন কোন সাংগঠনিক তৎপরতা নেই।
মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এনামুল হক রুবেল বলেন, সরকারের দলীয় আদর্শ, উদ্দেশ্য ও প্রতিটি কর্মসূচি বাস্তবায়নে মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি সহযোগী শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংগঠনটির লক্ষ উদ্দেশ্য বাস্তবায়ন ও মানবতার সেবায় নিয়োজিত থাকতে দ্রুত সময়ের মধ্যে একটি পরিচ্ছন্ন জেলা কমিটি প্রয়োজন।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এম এ ইরাদ কোরাইশী ইমন বলেন, আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন নির্মল রঞ্জন গুহ ও একেএম আফজালুর রহমান বাবুর নেতৃত্বে একটি সময়োপযোগী এবং সাংগঠনিক একটি কমিটির মাধ্যমে মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ তাদের ঐতিহ্য ও গৌরব ফিরে পাবে।
মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল বাশার বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আস্থাশীল হয়ে বঙ্গবন্ধুর আজীবনের স্বপ্ন সন্ত্রাস, দুর্নীতি, দারিদ্র্য, নিরক্ষরতা ও শোষণমুক্ত সোনার বাংলাদেশ গঠনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে মানিকগঞ্জে সুন্দর স্বচ্ছ ও শক্তিশালী একটি কমিটি দরকার।
মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুব আলম খান খালিদ বলেন, দীর্ঘদিন মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি নেই। আমরা সাবেক ছাত্রলীগ নেতারা সংগঠনের দায়িত্ব নিতে অধীর অপেক্ষায় আছি।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন বলেন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী খুব শিগগিরই সৎ যোগ্য ও মেধাবীদের নিয়েই জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হবে।
স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রাজা বলেন, মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটির মেয়াদ দীর্ঘদিন অতিবাহিত হলেও বিভিন্ন প্রতিকূলতার কারণে জেলা কমিটির নতুন কমিটি গঠন সম্ভব হয়নি। আমরা চেষ্টা করছি খুব শিগগিরই সৎ ও যোগ্য নেতাকর্মীদের নিয়ে একটি সুন্দর কমিটি উপহার দেয়া হবে।
স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ জেলা কমিটি নেই। কর্মঠ ও সাবেক ছাত্রলীগ নেতাদের অগ্রাধিকার ভিত্তিতে খুব দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি গঠন করা হবে।