বাবুলের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম উত্তর জেলার কৃষকদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১১ পিএম, ৬ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:০২ পিএম, ১ অক্টোবর,মঙ্গলবার,২০২৪
ফরিদপুর বিএনপির সমাবেশে কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এর উপর পুলিশি ও আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার আয়োজনে আজ মঙ্গলবার বিকেলে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদরুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন কৃষকদল কেন্দ্রীয় সদস্য মোঃ জাহেদ উদ্দিন বিপ্লব, আলহাজ্ব নুরুল আমিন তালুকদার, নাছিম উদ্দিন সিকদার,
নুরুল আলম মেম্বার,মোঃ নুরুল ইসলাম মেম্বার, কাউছার কমিশনার,সামছুউদ্দিন,মোঃ বেলাল উদ্দিন,মোঃ মোশাররফ হোসেন, মোঃ শহীদুল ইসলাম, মোঃ আফসার উদ্দিন, মোঃ মুসলিম উদ্দিন,মোঃ রবিউল মেম্বার,মোঃ শফিউল আলম,মোঃ ইসহাক, মোঃ নাসির উদ্দীন, মোঃ এমাম উদ্দিন, মোঃ জাফর আহমদ সহ জেলা ও উপজেলা/পৌরসভা নেতৃবৃন্দ।
বদিউল আলম বদরু বলেন, শাওনকে হত্যার কয়েক দিন আগে ভোলায় নুরে আলম ও আব্দুর রহিমকে পুলিশ গুলি করে হত্যা করেছে। দীর্ঘ একযুগ ধরে এই আওয়ামী ফ্যাসিবাদী সরকার মানুষের ভোটাধিকার, গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার হরণ করেছে। প্রতিটি জিনিসপত্রের দাম বেড়েছে। এর প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার অধিকারও কেড়ে নিয়েছে। শাওনের এই আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনকে আরো বেগবান করবে, গণতন্ত্রকে শক্তিশালী করবে।বিএনপির কর্মসূচিতে গুলি করে মানবাধিকার লঙ্ঘন করছে। অবিলম্বে শাওন হত্যাকারিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। অন্যথায় অচিরেই সরকার পতনের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।