ফুলছড়িতে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৫ পিএম, ৬ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:৫২ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
জ্বালানী তেল সহ সকল দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতি, পরিবহনের ভাড়া বৃদ্ধি, লোড শোডিং ও ভোলায় হত্যাকান্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে (বিভাগীয় টিমের নির্ধারণ করা) আজ মঙ্গলবার গাইবান্ধার ফুলছড়ি উপজেলা বিএনপি'র ডাকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। সাঘাটা ও ফুলছড়ি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ফারুক আলম সরকারের নেতৃত্বে মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ফুলছড়ি উপজেলা বিএনপির আহবায়ক সাদেকুল ইসলাম নান্নুর সভাপতিত্বে ও সদস্য সচিব ওহেদুল ইসলাম জয়ের পরিচালনায় শেষে নাপিতের হাট বিদ্যালয়ে সমাবেশে বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, বিএনপির কেন্দ্রীয় সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটু, শফিকুল করিম দোলন, হাবিবুর রহমান হবি, নুরে আলম লিঙ্কন, শাহরিয়ার কবির, ফারুকুল ইসলাম, নজরুল ইসলাম, আলমাছ হোসেন।
বক্তারা বলেন, দেশের সম্পদ লুটপাট করে আজ তাদের মন্ত্রীরা আবোল তাবোল বকছে। তেল সহ নিত্য পণ্যের দাম বাড়িয়ে তারা জনগণের সাথে জুলুম করছে। মানুষ অতিষ্ট হয়ে আজ রাস্তায় নেমেছে। বাংলার মানুষ এসব জুলুম আর মেনে নেবে না। তাই সময় এসেছে, মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তারা বলেন, দেশকে বাঁচাতে ও মানুষকে বাঁচাতে হলে সবাইকে আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়তে হবে।