নির্বাচনের দিন চট্টগ্রাম ইপিজেডে সাধারণ ছুটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৩ এএম, ২৭ জানুয়ারী,
বুধবার,২০২১ | আপডেট: ০১:৩১ পিএম, ১২ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন (সিইপিজেড) ও কর্ণফুলী এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড)।
আজ সোমবার সাধারণ ছুটির বিষয়টি পৃথকভাবে নিশ্চিত করেছেন সিইপিজেড ও কেইপিজেড-এর মহাব্যবস্থাপক।
চট্টগ্রাম ইপিজেড-এর মহাব্যবস্থাপক মশিউদ্দীন বিন মেজবাহ বলেন, সিইপিজেড এলাকায় কর্মরত অনেকেই চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোটার। তারা নগরের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা। তাই ভোটের জন্য পৃথকভাবে ভোটারদের ছুটি দেয়াটা অনেক জটিল হয়ে যাবে। আর ভোটারদের ভোট দেয়ার অধিকার নিশ্চিত করতে আমরা নির্বাচনের দিন (২৭ জানুয়ারি) সাধারণ ছুটি ঘোষণা করেছি।
একই তথ্য নিশ্চিত করে কর্ণফুলী ইপিজেড-এর মহাব্যবস্থাপক মোহাম্মদ আমিনুল হক বলেন, আমরাও ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আগামী ২৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছি।
প্রসঙ্গত, নগরের ৪১ ওয়ার্ডে ভোট হবে ৭৩৫টি ভোটকেন্দ্রে। তবে নির্বাচন কমিশন এবারের নির্বাচনে কোনো সাধারণ ছুটি ঘোষণা করেনি। তাই সিইপিজেড ও কেইপিজেড শিল্প এলাকায় নির্বাচনের দিন সাধারণ ছুটি ঘোষণা করলেও বিটাক, সিএন্ডবি, বিসিক ও কালুরঘাট ভারি শিল্প এলাকায় কোনো সাধারণ ছুটি ঘোষণা করেনি।