গাবতলী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আতিক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৪ এএম, ২৭ জানুয়ারী,
বুধবার,২০২১ | আপডেট: ০২:৪২ এএম, ১৩ নভেম্বর,
বুধবার,২০২৪
বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতিকুর রহমান আতিক (৫২) কে গ্রেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় মডেল থানার এ.এস.আই কাজেম আলী, রেজেক আলী ও আঃ কুদ্দুস এক অভিযান চালিয়ে পৌরসভাধীন উনচুরখী মোড় থেকে আতিককে গ্রেফতার করে।
গাবতলী মডেল থানার ওসি মোঃ নুরুজ্জামান জানান, বিস্ফোরক মামলায় গ্রেফতারী পরোয়ানামূলে আতিককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আতিকুর রহমান আতিক পৌরসভাধীন উনচুরখী উত্তরপাড়া গ্রামের মৃত আবুল হোসেন সরকারের ছেলে।
এদিকে গাবতলী-শাজাহানপুর এলাকার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন আতিকের গ্রেফতারের নিন্দা ও ক্ষোভ জানিয়ে বিবৃতি দিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, অবৈধ জনসমর্থহীন ভোট চোর সরকার ভোটের মাঠে টিকতে পারছে না। জনগন তাদের প্রত্যাক্ষান করেছে এবং নির্বাচনে নিশ্চিত পরাজয় টের পেয়ে নেতাকর্মীদের গ্রেফতারে তার লাঠিয়াল বাহিনীকে মাঠে নামিয়েছে।
তিনি বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। গাবতলী পৌর নির্বাচনের মাঠকে উত্তপ্ত করতে এবং মেয়র ছিনতাইয়ের অভিলাষেই তারা আতিককে গ্রেফতার করেছে। তিনি অবিলম্বে আতিকের মুক্তি দাবী করেন।