বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর প্রতিহিংসার শিকার : প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৬ পিএম, ৩১ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:৫৯ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রতিহিংসার শিকার উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, গতকাল বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শুধু শিষ্টাচার বহির্ভূত নয়, সভ্যতা-ভব্যতা বিবর্জিত। এসব বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রীর চেয়ারকেই কলঙ্কিত করা হয়েছে ।
এমরান সালেহ্ প্রিন্স আজ বুধবার বিকেলে ময়মনসিংহের নড়াইল ইউনিয়নের কুমুড়িয়া নয়া বাজারে বীরমুক্তিযোদ্ধা রুস্তম আলীর সভাপতিত্বে অনুস্ঠিত ৪.৫.৬ নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমাবেশের পর এমরান সালেহ প্রিন্স এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল কুমুড়িয়া নয়া বাজারে প্রদক্ষিণ করে ।
সমাবেশে তিনি বলেন, জ্বালানী তেলের মূল্য নিয়ে সরকার জনগণের সাথে মশকরা, তামাশা শুরু করেছে। ৫০ ভাগ দাম বাড়িয়ে ৫ ভাগ কমানো জনদুর্ভোগের শিকার জনগণের সাথে প্রতারণা ছাড়া কিছুই নয়।জনগণের আন্দোলন বিভ্রান্ত করতে সরকারে অপকৌশল মাত্র।
তিনি বলেন, সরকার দেশ পরিচালনা করতে ব্যার্থ হয়েছে। এখন আন্তর্জাতিক বাজারে তেলের যে দাম, তাতে সরকার ৫ আগষ্টের পূর্বের দামের চেয়েও কম দাম নির্ধারণ করতে পারে, কিন্তু সরকার তা করছে না। তাদের দুর্নীতি, লুটপাট, যথেচ্ছাচারে রাষ্ট্রীয় কোষাগার, রিজার্ভের অবস্থা শোচনীয়। এজন্য জ্বালানী তেল, সারের দাম বৃদ্ধি করে জনগণের পকেট কাটা হচ্ছে।
তিনি বলেন, জনগণ ভিক্ষা চায় না, মালিকানার হিস্যা ও হিসাব চায়। কেন বার বার প্রতারণা করা হচ্ছে, চরম দুর্ভোগে ঠেলে দিচ্ছে তা জনগণ জানতে চায়।
তিনি বলেন, জনগণ এই ব্যার্থ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।
তিনি বলেন, চলমান আন্দোলন সরকার পতনের আন্দোলনে পরিণত হচ্ছে। ওয়ার্ড ,ইউনিয়নে যে বিক্ষোভ হচ্ছে,তা ইতিহাসে বিরল।
বীরমুক্তিযোদ্ধা রুস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে আলী আশরাফ, আহমদ আলী মাষ্টার, ইসহাক আলী মাষ্টার, মনিরুজ্জামান স্বাধীন, আনোয়ার হোসেন, বদরুল হাসান খান, নুরুল ইসলাম, ডা.নাজমুল আহসান, রুহুল আমিন খান, আলীমুল ইসলাম, হারুন অর রশিদ, আলী আমজাদ খান দীপু, আবদুল মজিদ, মোস্তাক আলম রুবেল, আরাফাত কায়সার রাব্বি, আনিসুর রহমান, মাজেদা বেগম, মোতালেব আহমেদ, সৈয়দুজ্জামান, আজম খান প্রমুখ বক্তব্য রাখেন।
নজিরবিহীন লোডশেডিং, জ্বালানী তেল, সার, নিত্যপণের মূল্য ও পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে তৃণমূলে ধারাবাহিক কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।