আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে শেরপুরে বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৫ পিএম, ৩০ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:১৩ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে শেরপুর জেলা বিএনপির উদ্যোগে আজ মঙ্গলবার বিকালে স্বৈরাচারী হাসিনা বিরোধী আন্দোলনে গুমের শিকার নেতা-কর্মীদের ফিরিয়ে দেওয়ার দাবীতে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‘গুম মানবতা বিরোধী অপরাধ’ এ শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে মানববন্ধনটি রঘুনাথবাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। এতে বক্তব্য দেন জেলা বিএনপির উপদেষ্টা এ.টি.এম আমীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক আক্রামুজ্জামান রাহাত, শহর বিএনপির সভাপতি এ.বি.এম মামুনুর রশিদ পলাশ, সাধারণ সম্পাদক আবু রায়হান রূপন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শিপন, যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জুন, ছাত্রদল সভাপতি মো. শওকত হোসেন, নকলায় গুম হওয়া ছাত্রদল নেতা রাসেলের চাচা এনামুল হক পান্নু প্রমুখ।
মানববন্ধনে বিএনপিসহ অঙ্গদলসমূহের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।