বিচারের বাণী আজ নীরবে-নিভৃতে নয় প্রকাশ্যেই কাঁদে : এমরান সালেহ প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৩ পিএম, ২৭ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ০৫:২৯ এএম, ২৫ নভেম্বর,সোমবার,২০২৪
সন্ত্রাসী, দূর্ণীতিবাজ, জুয়াড়ী, লুটেরাদের জামিন হয়, অপরাধ না করা স্বত্তেও শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষকে ধ্বংস করতে জনগণের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জামিন দেয়া হয় না। বিচারের বাণী আজ যেনো নীরবে, নিভৃতে নয়, প্রকাশ্যেই কাঁদে।
নজিরবিহীন লোডশেডিং এবং জ্বালানী তেল, সার, নিত্যপণ্যের মূল্য, পরিবহন ভাড়া লাগামহীন বৃদ্ধি ও ভোলায় হত্যাকান্ডের প্রতিবাদে দেশব্যাপী ধারাবাহিক বিক্ষোভের অংশ হিসেবে আজ শনিবার সকালে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভৈরব বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও আরিফুল ইসলাম ও সাইফুল হকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ সভাপতি রুহুল আমিন আকিল, শরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরিফ, ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশের পর বিশাল এক বিক্ষোভ মিছিল ঢাকা সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে। মিছিলকারীরা দাবির সমর্থনে বিভিন্ন শ্লোগান দেয়।
সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, বাজেরের অগ্নিমূল্যে মানুষ পু্রে ছারখার হচ্ছে। ক্ষমতাসীনদের গায়ে তার উত্তাপ লাগেনা। দূর্ণীতি, লুটপাট করে অর্থ বিত্তের মালিক হয়ে তারা বেহেশত খানায় থাকতে পারেন, জনগণকে তারা নরকে পাঠিয়েছে।
তিনি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে বলেন, সরকারকে যে কোনও মূল্য ক্ষমতায় টিকে থাকতে তারা ভারতকে বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করতে প্রকাশ্যে বলেছে। প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে তারা আর কি বলবে,কি করবে জাতি তা জানতে চায়। যেন,তেন ভাবে ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ দেশের স্বাধীনতা, স্বার্থ জলাঞ্জলি দিতেও দ্বিধা করে না।
তিনি বলেন, বিরাজমান রাজনৈতিক, অর্থনৈতিকসহ সকল ক্ষেত্রে যে সঙ্কট সৃষ্টি হয়েছে, তার জন্য একমাত্র আওয়ামী লীগ দায়ী। এই সর্বগ্রাসী সঙ্কট দেশকে কুড়ে কুড়ে খাচ্ছে। সর্বগ্রাসী সঙ্কটে ফেলে তারা রাষ্ট্রঘাতি কাজ করেছে।