ভৈরবে বিদ্যুৎপৃষ্টে নিহত ৩, আহত ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৫ পিএম, ২৬ আগস্ট,শুক্রবার,২০২২ | আপডেট: ১১:১৩ এএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুৎপৃষ্ট হয়ে শহরের পাওয়ার হাউজ সংলগ্ন হরিজন কলোনীর গণেশ লাল হরিজনের ছেলে মিলন লাল হরিজন (৩৫), জনি লাল হরিজনের ছেলে সুদর্শন কুমার দেব দিবু (১৬) ও সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার তাজুল ইসলামের ছেলে মো. মোবারক (২২) হোসেন নামের তিনজন মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। এরা হলেন-ভৈরবপুর উত্তরপাড়ার মোক্তার হোসেনের ছেলে আব্দুল্লাহ মিয়া (৩৫), হরিজন পল্লীর রিকু রায়ের ছেলে সানি রায় (১৪) ও চন্দন রায়ের ছেলে সকাল রায় (১৩)।
আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সূত্রে জানাযায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ভৈরব পৌর শহরের পাওয়ার হাউজ সংলগ্ন হরিজন পল্লীতে সড়কের পাশ থেকে সৌর বিদ্যুতের একটি খুঁটি তুলে অদক্ষ লোক জনের মাধ্যমে পল্লীর ভেতরে বসানোর সময়ে সৌর বিদ্যুতের খুঁটি রেলওয়ের ১১ কেভি ভোল্টের বিদ্যুতের তারে লেগে ওই খুঁটিটি বিদ্যুয়ায়িত হলে ৬ জন বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।
পরে তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগন তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজনকে চিকিৎসা দেন।
এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, দুর্ঘটনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে দুইজন হরিজন সম্প্রাদয়ের এবং একজন মুসলমান লোকের মৃত্যু হয়েছে। সরকারের পক্ষ থেকে নিহতের স্বজনদের আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। এছাড়া এই ঘটনায় যদি কারো ত্রুটি বা দোষ পাওয়া যায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।