না’গঞ্জের ফতুল্লায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০২ পিএম, ২৬ আগস্ট,শুক্রবার,২০২২ | আপডেট: ০২:১৭ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
বিএনপির কেন্দ্রিয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম টিটু ও থানা বিএনপির সদস্য রিয়াদ মোঃ চৌধুরীর নেতৃত্বে ফতুল্লায় বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে ফতুল্লার ডিআইটি মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লা বাসস্ট্যান্ড হয়ে পঞ্চবটী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিক্ষোভ সমাবেশকে সফল করার লক্ষ্যে ফতুল্লা থানা বিএনপির পাচঁটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে ফতুল্লা ডিআইটি মাঠে এসে জড়ো হয়। পরে সেখান থেকে মিছিল বের হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের ফতুল্লা বাস স্ট্যান্ড হয়ে পঞ্চবটী চৌরাস্তা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এসময় রাস্তার দুপাশ থেকে পথচারী বিভিন্ন পরিবহনের যাত্রীরা করতালি দিয়ে স্বাগত জানান।
সকাল ৮টা থেকে হাজার হাজার নেতাকর্মী বিভিক্ত হয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে খালেদা জিয়ার মুক্তি চাই স্লোগানে স্লেগানে মিছিল নিয়ে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ডিআইটি মাঠে এসে জড়ো হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃবৃন্দেও মধ্যে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন শিকদার, থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মনিরুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান খোকা, বক্তাবলী ইউপি বিএনপির সভাপতি সুমন আকবর, কাশিপুর ইউপি বিএনপির সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, কাশিপুর ইউপি বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রতন, থানা বিএনপি নেতা হাজী মেহাম্মদ শহিদুল্লাহ, থানা শ্রমিক দলের সভাপতি বাবুল আহম্মেদ, সাধারণ সম্পাদক তুষার আহম্মেদ মিঠু, থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক ইসমাইল খান, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, জেলা ছাত্রদলের সহ- সভাপতি সাগর সিদ্দিকি, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফারুক আহম্মেদ সানি, জেলাস্বেচ্ছা সেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক ফরিদ আহম্মেদ, আজিজুল হক চৌধুরী রয়েল, আব্দুল খালেক টিপু, জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ হোসেন শিকদার, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন গাজী, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সম্পাদক এস.এম দেলোয়ার, মতিউর ফকির,আমিনুল ইসলাম লিটন, তাঁতি দল নেতা সিদ্দিকুর রহমান উজ্জল, মোঃ হোসেন, কুতুবপুর ইউপি যুবদলের সভাপতি মাসুম রাজ, বক্তাবলী ইউপি যুবদলের সভাপতি নজরুল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক আবুল খায়ের, ফতুল্লা ইউপি যুবদলের সাধারণ সম্পাদক প্রদীপ সাহা, জেলা ছাত্রদল নেতা পিয়াস খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মনির হোসেন, সহ-সম্পাদক ইফতি, সহ-সাংগঠনিক সম্পাদক অনিক, থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান,সাজ্জাদ সাজ,তোলারাম কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাহাবউদ্দিন জয়, স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল মাহমুদ, হারুনুর রশিদ হারুন, আরিফ প্রধান, হোসেন মোল্লা, মিজান, হারুন, আরিফ, মোঃ সেলিম, জাহাঙ্গীর, মোঃ শামিম, হযরত আলী, নাইম, আলতাফ, যুবদল নেতা সৈকত ও, সাদ্দাম প্রমুখ।