ঝিনাইগাতীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫১ পিএম, ২৩ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:৩৭ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম ও ছাত্রদল নেতা নূরে আলম হত্যার প্রতিবাদে শেরপুরের ঝিনাইগাতীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
আজ মঙ্গলবার বিকাল চারটায় ঝিনাইগাতী বাজারে এ সমাবেশের আয়োজন করে উপজেলা বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটিন সদস্য ও শেরপুর জেলা সভাপতি সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল ও প্রধান বক্তা ছিলেন শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী।
বিক্ষোভ সভায় শেরপুর জেলা সভাপতি সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, ‘বর্তমান সরকার রাতের আঁধারে ভোট ডাকাতি ও ভোট কারচুপি করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে। এ সরকার স্বৈরাচারী জনবিচ্ছিন্ন সরকার। এ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দুর্নীতির স্বর্গরাজ্য কায়েম করেছে। তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে শান্তিপূর্ণ আন্দোলনে ভোলায় দুটি তাজা প্রাণ কেড়ে নিয়েছে। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে এই স্বৈরাচারী সরকারকে রাজপথে মোকাবিলা করবে।’
এ সময় তিনি আরও বলেন, ‘সরকার গণতন্ত্র ধ্বংস করেছে, এইদেশে কোন আইন নাই, মানুষের মৌলিক অধিকার নাই, মানুষের স্বাধীনতা নাই। দেশে গণতন্ত্রের লেবাসে একটা গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট আওয়ামী সরকার কায়েম করেছে। এই সরকার দেশের গণতন্ত্রকে ভারতের কাছে ইজারা দিয়ে দিয়েছে। স্বাধীন বাংলাকে তারা ধ্বংস করে দিয়েছে। আর সময় নাই আমাদের আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে হটাতে হবে।’
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আব্দুস সালাম। বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু রায়হান রুপন, জেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদ, ঝিনাইগাতী উপজেলার সাবেক চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মো. রেজাউল ইসলাম, শাহজাহান আকন্দ, মো. আব্দুল মান্নান প্রমুখ।
এর আগে একটি বিক্ষোভ মিছিল শিমুলতলী এলাকা থেকে ব্রিজপাড় হয়ে ধানহাটিতে এসে শেষ হয়।
প্রায় আধাঘণ্টাব্যাপী প্রদক্ষিণ করা এই বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির ৭টি সাংগঠনিক ইউনিট ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত অংশ নেন।