বগুড়া জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ
অল আউট আন্দোলন গড়ে সরকারের পতন ঘটানো হবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫২ পিএম, ১২ আগস্ট,শুক্রবার,২০২২ | আপডেট: ১০:১৪ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি, সকল পণ্যের মুল্য বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং এবং ভোলায় হত্যাকান্ডের প্রতিবাদে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে আজ শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে নবাববাড়ী সড়কে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠত হয়েছে। বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম বাদশা প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডঃ একেএম মাহবুবর রহমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন ও লাভলী রহমান।
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কেএম খায়রুল বাশারের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য একেএম আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, অ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, তৌহিদুল ইসলাম মামুন, মাফতুন আহমেদ খান রুবেল, শেখ তাহা উদ্দিন নাহিন, সহিদ উন নবী সালাম, মনিরুজ্জামান মনি, এনামুল কাদির এনাম, সাইদুজ্জামান সাকিল, শামীমা আক্তার পলিন ও শহিদুল ইসলাম বাবলু, বিএনপি নেতা আব্দুল মোহিত তালুকদার, আব্দুল হাকিম, স্বাধীন কুমার কুন্ডু, এনামুল হক নতুন, তাজুল ইসলাম, জিয়াউল হক লিপন, আব্দুর রহিম, প্রভাষক আব্দুল আজিজ লাবলু, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জাতীয়তাবাদী আবইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাড. মোজাম্মেল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এবিএম মাজেদুর রহমান জুয়েল, যুগ্ম আহবায়ক সরকার মুকুল, বিএনপি নেতা ডাঃ আশিক মাহমুদ ইকবাল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি ময়নুল হক বকুল, জেলা তাতী দলের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী মুন্সী। প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপি, বিভিন্ন উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠণের বিভিন্ন পর্যায়ের শতশত নেতাকর্মী অংশগ্রহণ করেন। শ্লোগানে শ্লোগানে মুখর হয়ে উঠে নবাববাড়ী রোড।
প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন জ্বালানী তেলের মুল্য বৃদ্ধি, পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি, সকল পণ্যের মুল্য বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং এর কারণে দেশের জনগণ দিশেহারা হয়ে পড়েছে। জনগণের কাছে এ সরকারের জবাবদিহীতা নেই। এ অবস্থা থেকে মানুষ মুক্তি চায়। বিএনপি জনগণের দল। তাই জনগণের পাশে দাঁড়িয়েছে বিএনপি। জনগণের পাশে দাঁড়িয়ে যখন কর্মসূচি পালন করা হচ্ছে সেখানে দলের দুই নেতাকে নিহত হতে হয়েছে। অল আউট আন্দোলন গড়ে সরকারের পতন ঘটানো হবে।