সৈয়দপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ
রাতে নয়, দিনের আলোতে সরকারেকে পদত্যাগে বাধ্য করবে জনগণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০২ পিএম, ১২ আগস্ট,শুক্রবার,২০২২ | আপডেট: ০৮:৩৬ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
জ্বালানি তেল, পরিবহন ব্যয়সহ সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং লোডশেডিংয়ের প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। সমাবেশে সকল, দুর্নীতি ও দেশ পরিচালনায় ব্যর্থতার দায় মেনে নিয়ে সরকারকে পদত্যাগের দাবি জানিয়েছে বিএনপি নেতৃবৃন্দ। অন্যথায় জনগণই আপনাদের দিনের আলোতে পদত্যাগে বাধ্য করাবে ।
এসময় তারা ভোলাসহ বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মীদের হত্যা, হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা জানান।
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে আজ শুক্রবার বিকেলে মিছিল ও সমাবেশ করে সৈয়দপুর জেলা বিএনপি। শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে
বর্তমান ফ্যাসিস্ট সরকারের তীব্র সমালোচনা করে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বলেন, সরকার দেশের মানুষকে অশান্তিতে রেখে তারা আরাম-আয়েশে দিন কাটাচ্ছে।
বক্তারা শেখ হাসিনার সরকারকে মাফিয়া সরকার আখ্যায়িত করে বলেন, তারা হাজার হাজার কোটি টাকা
বিদেশে পাচার করে দেশের অর্থনীতির বারোটা বাজিয়েছে। সেই টাকা এখন জনগণের কাছ থেকে ওঠানোর জন্য জ্বলানি তেলসহ নিত্যপণ্যের মুল্যবৃদ্ধি করেছে। আজ দেশের মানুষ কঠিন সময় পার করছে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পরিবহনখাতে ভাড়াবৃদ্ধি, সকল পণ্যের মূল্যবৃদ্ধি, অসহনীয় লোডশেডিংয়ে আওয়ামী লীগের লোকজন ছাড়া দেশের কেউই ভালো নেই।
নেতৃবৃন্দ দেশ ও জনগণকে বাঁচাতে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতিবাজ এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে আন্দোলনে যোগ দিতে আহবান জানান। তারা বলেন, আর ঘরে বসে থাকার সময় নেই। শুধু রাজনৈতিক নেতাকর্মীদের দিকে তাকিয়ে না থেকে সব শ্রেণিপেশার মানুষকে দেশকে উদ্ধারে রাজপথে নামতে হবে। নইলে এই সরকারের হাত থেকে কেউ রেহাই পাবে না ।
সমাবেশে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সভাপতিত্ব ও যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম জনির সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা অ্যাড. ওবায়দুর রহমান, পৌর কাউন্সিলর শাহিন আকতার, প্রভাষক শওকত হায়াত শাহ, জিয়াউল হক জিয়া, শামসুল আলম, উপজেলা বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম লোকমান ও শরিফুল ইসলাম, পৌর বিএনপি নেতা শেখ বাবলু ও পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, আবু সরকার, আকরাম খান, সাহাবুদ্দিন বাদল, ওসমান গনি, যুবদল নেতা আনোয়ার হোসেন প্রামাণিক ও তারিক আজিজ, সেচ্ছাসেবক দল নেতা এম এ পারভেজ লিটন ও আসলাম, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম বাবু, মুহিত চৌধুরী, জাভেদ খান রুবেল, কৃষকদল নেতা মিজু বসুনিয়া ও সাদেদুজ্জামান দিনার প্রমুখ।
এ সময় মহিলা দল, মৎস্যজীবী দলসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।