কারাগারে নিপীড়নের কারণেই কোকো অকালে মৃত্যুবরণ করেছে-মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১১ এএম, ২৫ জানুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০৬:১০ পিএম, ১৩ নভেম্বর,
বুধবার,২০২৪
কারাগারে থাকা অবস্থায় আরাফাত রহমান কোকোর ওপর নিপীড়ন-নির্যাতন হয়েছে। এই নিপীড়নের কারণেই তাকে অকালে হারিয়েছি বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রবিবার সকালে মরহুম আরাফাত রহমানের কবর জিয়ারতের পর সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন। আরাফাত রহমান কোকোর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রবিবার সকাল ১০টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতৃবৃন্দকে নিয়ে বনানী কবরাস্থানে যান। সেখানে কবর জিয়ারত ও মরহুম কোকোর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন তারা।
বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেন, আরাফাত রহমান কোকো রাজনীতি করতেন না, তিনি ক্রীড়া সংগঠক ছিলেন। ক্রিকেটকে মনে প্রাণে পছন্দ করতেন, বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে তার অগ্রণী ভূমিকা রয়েছে।
তিনি বলেন, অন্যায়ভাবে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে তাকে গ্রেফতার করে এক-এগারো সরকার কারাগারে রেখে জুলুম-নিপীড়ন করেছে। তিনি মালয়েশিয়ায় চিকিৎসাধীন ছিলেন। আমরা মনে করি, কারাগারে থাকা অবস্থায় তার ওপর নিপীড়ন নির্যাতন হয়েছে। এই নিপীড়নের কারণেই তাকে অকালে হারিয়েছি।
বিএনপি মহাসচিব বলেন, আমরা দোয়া করছি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে মহান আল্লাহ তার গুনাহ মাফ করে বেহেশত নসিব করুন। আমিন। এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
কবর জিয়ারতের সময় মহাসচিবের সাথে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার আব্দুল কদ্দুস, বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ঢাকা মহানগর বিএনপি নেতা কাজী আবুল বাশার, মুন্সী বজলুল বাসিত আঞ্জু, আব্দুল আলিম নকী, ঢাকা মহানগর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, ওলামা দলের আহ্বায়ক হাফেজ শাহ্ মোহাম্মদ নেসারুল হক, কৃষক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ মেহেদী আহমেদ রুমি, সদস্য কৃষিবিদ মেহেদি হাসান পলাশ, মির মমিনুর রহমান সুজন, আরসাদুল আরিস ডল, এম জাহাঙ্গীর আলম হাজী, আলহাজ সাখাওয়াত হোসেন নান্নু, আলহাজ খলিলুর রহমান ভিপি ইব্রাহিম, জাসাসের সহ-সভাপতি শাহরিয়ার ইসলাম শায়লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন, সাবেক সহ- সাধারণ সম্পাদক খালেদ এনাম মুন্না, জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান টিপু, রফিকুল ইসলাম স্বপন, শাহিনুর আবেদীন, নাহিদুল্লাহ চৌধুরী, ইঞ্জিনিয়ার মঞ্জু মিয়া, দফতর সম্পাদক শাহ মোঃ বিল্লাল হোসেন, প্রচার সম্পাদক জসিম উদ্দিন, অর্থ সম্পাদক ক্যাপ্টেন (অবঃ) মিজানুর রহমান, সেমিনার বিষয়ক সম্পাদক বিলাল আহমদ চৌধুরী, সহ-দফতর সম্পাদক মিজানুর রহমানসহ বিএনপি ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দে।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কোকোর মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। মিলাদ মাহফিলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মাতা। আজ দেশে গণতন্ত্র না থাকায় তিনি ভালো নেই। আমরা যদি দেশনেত্রীকে ভালো রাখতে চাই; তাহলে বেগম খালেদা জিয়ার কোলে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে। এজন্য আমাদের ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন-সংগ্রাম গড়ে তুলতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম আজাদ ও মীর নেওয়াজ আলী প্রমুখ।
দৈনিক দিনকাল কার্যালয়ে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দৈনিক দিনকাল কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বাদ মাগরিব এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আশু রোগ মুক্তি এবং তাদের ওপর জুলুম-নির্যাতন বন্ধ ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। এছাড়াও মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ও দৈনিক দিনকালের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও দৈনিক দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক শামছুর রহমান শিমুল বিশ্বাস, দৈনিক দিনকালের সিইও ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, বিএনপির কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার খালিদ হোসেন মাহবুব শ্যামল, সহ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু, বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, বিএনপির কেন্দ্রীয় নেতা রাজিব আহসান, আকরামুল হাসান, হাসান মামুন, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, দিনকালের বিশেষ প্রতিনিধি আতিকুর রহমান রুমন, গুলশান অফিসের কর্মকর্তা কর্ণেল (অব.) ইসহাকসহ দিনকালের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
গুলশান কার্যালয়ে কোকোর মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ : আরাফাত রহমান কোকোর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গতকাল রবিবার বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সভাপতি মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক। উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী , ব্যারিস্টার শাহজাহান ওমর, আব্দুল কাইয়ূম, অ্যাডভোকেট আহমদ আযম খান, আব্দুল আউয়াল মিন্টু, ডা. এজেএম জাহিদ হোসেন, শওকত মাহমুদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, ঈসমাইল জবিউল্যাহ, আব্দুস সালাম, অধ্যাপক শাহেদা রফিক, মেহেদী আহমেদ রুমি, খন্দকার মুক্তাদির আহমেদ, তাহমিনা রুশদীর লুনা, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শ্যামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, নির্বাহী কমিটির সদস্য আশরাফ উদ্দিন নিজান, হাসান মামুন, রাজিব আহসান, আকরামুল হাসান মিন্টু, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করীম বাদরু, ড্যাব সভাপতি ডা. আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, বিএনপি নেতা কাজী রওনাকুল ইসলাম টিপু, ঢাকা মহানগর বিএনপি নেতা মুন্সি বজলুল বাসিত আঞ্জু , কাজী আবুল বাশার, আব্দুল আলীম নকী, এজিএম শামছুল হক, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খানসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রুপনগর-পল্লবীতে আমিনুল হকের উদ্যেগে খাবার বিতরণ : আরাফাত রহমান কোকোর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রুপনগর-পল্লবীতে গরীব দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ^াস। এছাড়াও ঢাকা মহানগর যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। চারটি এতিমখানায় মোট এক হাজার গরীব দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় রুহুল কবির রিজভী বলেন, আমি আবারও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করছি। এই মৃত্যুর জন্য সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়ী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর চরম নির্যাতনের সময় মায়ের এমন অবস্থা কি কোনো সন্তান সহ্য করতে পারে? আরাফাত রহমান কোকোও পারেননি। তাই প্রকারান্তরে আরাফাত রহমান কোকোকে হত্যা করেছে এই আওয়ামী লীগ।