রক্ত আরো দিব হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না : রংপুর বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৮ পিএম, ২ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০১:৪০ এএম, ২৮ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
রংপুরে বিক্ষোভ সমাবেশে বিএনপির নেতাকর্মীরা হুশিয়ারী দিয়ে বলেছেন শহীদ রহিমের রক্ত বৃথা যেতে দিব না। প্রয়োজনে রক্ত আরো দিব তবুও শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবনা।
আজ মঙ্গলবার দুপুরে রংপুর মহানগর বিএনপির বিক্ষোভ ও সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু এ কথা বলেন। মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন বলেছেন, আমাদের ভাই রহিমের মত আমরাও শহীদ হতে প্রস্তুত আছি।
বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলার সমাবেশে পুলিশি হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দক্ষিন দিঘলদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম গত রবিবার শহিদ হন। এ ঘটনার প্রতিবাদে দেশব্যাপী ২ দিনের কর্মসূচী ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই কর্মসূচীর অংশ হিসেবে রংপুরে মহানগর বিএনপি দুপুর ১২ টায় এবং নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে সমাবেশ করে। জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিছুর রহমান লাকুর সঞ্চলনায় একই স্থানে পরে জেলার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের আগে পৃথক পৃথক ভাবে মহানগর বিএনপি এবং জেলা বিএনপি পুলিশের বেষ্টিনি ভেঙে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে।
সমাবেশে সাইফুল ইসলাম বলেন, এটা আওয়ামী লীগের মরণ কামড়। এই কামড়ের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। আমরা আওয়ামী পুলিশের বুলেট কে আর ভয় পাইনা। সদস্য সচিব আনিছুর রহমান লাকু বলেছেন, বুলেটের জবাব জনগণ এবার ব্যালটে দিবেন। এবার আর দিনের ভোট রাতে হবেনা, ভোট ডাকাতি, চুরি কোনটাই করতে দেয়া হবেনা। রক্তের বন্যায় হাসিনার বিদায় ঘণ্টা বেজে গেছে।
সমাবেশ কে ঘিরে নগরীতে ও সমাবেশ স্থলের চারিদিকে বিপুল সংখ্যক পুলিশ জল কামান বাহী গাড়ী নিয়ে মোতায়েন ছিল।