ব্যারিস্টার কায়সার কামালের মাতার ইন্তেকালে সাবেক এমপি লালু’র শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৬ পিএম, ২৩ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৩:৪৫ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের মাতা জোবাইদা কামাল ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩বছর।
আজ বৃহস্পতিবার বেলা সোয়া ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ সময় তার পাশে সহ-কর্মীবৃন্দ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
তিনি দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ব্যারিস্টার কায়সার কামাল এর আগে ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য প্রায় ৬মাস যাবত ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে অবস্থান করে ছিলেন। কায়সার কামালের পিতার মৃত্যুর ৬মাসের মধ্যেই তার মাতা এ রোগে আক্রান্ত হন। ব্যারিস্টার কায়সার কামালের বাবা এবং নেত্রকোনা জেলার কলমাকান্দা সদরের ভূতপূর্ব ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মনসুর ২০২১ইং সালের ২রা এপ্রিল মৃত্যুবরণ করেন।
এদিকে, মরহুমা জোবাইদা কামালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।