জামালপুরে গ্যাসসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৯ পিএম, ১৩ জুন,সোমবার,২০২২ | আপডেট: ১১:২৯ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
সারাদেশে গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে জামালপুর সদর উপজেলা বিএনপি।
আজ সোমবার দুপুরে শহরের স্টেশন বাজার রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, সদর উপজেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, উপজেলা কৃষক দলের সভাপতি সরকার সুলতান আহমেদ বাদশা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম কামরুল ইসলাম ও মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় বলেই মানুষের কষ্ট বুঝে না। গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি হলেও সরকার এর কোন ব্যবস্থা গ্রহণ করছে না। আগামী দিনে এই অবৈধ সরকারের বিদায় ঘন্টা বাজাতে আন্দোলনকে আরও বেগবান করে রাজপথ দখল করার আহ্বান জানান বক্তারা।