বিএনপির কেউ ভালো নেই : রুহুল কবীর রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৮ এএম, ১৫ মে,রবিবার,২০২২ | আপডেট: ০৫:০১ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, বিএনপির কেউ ভালো নেই, আওয়ামী লীগ বিএনপি নেতাদের ঈদের সময়ও ভালো থাকতে দেয়নি। বর্তমানে ভয়াবহ দুঃশাসনের মধ্যে নেতাকর্মীরা ভালো থাকবেন কী করে?
আজ শনিবার (১৪ মে) বিকেল ৪টায় রাজশাহী নগরীর ভুবনমোহন পার্কে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিএনপির বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ঈদের সময়ও আমাদের শান্তিতে থাকতে দেয়নি। ঈদের মধ্যেও আমাদের অনেক নেতার বাড়িতে হামলা করা হয়েছে।
রিজভী বলেন, এবার আমরা সুষ্ঠু নির্বাচন চাই। সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না। তা না করে যদি আগের মতো প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচনের ব্যবস্থা করেন; তাহলে জীবজন্তু আপনাদের শরীরের মাংস খেয়ে ফেলবে। প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচন গণতন্ত্রের জন্য শুভ নয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসা। বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা কবির হোসেন, দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক উজ্জ্বল, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল। পরিচালনা করেন সদস্য সচিব বিশ্বনাথ সরকার।