জাতীয় বেঈমান আ'লীগ সরকারের অধীনে নির্বাচনে যাবেনা বিএনপি : জহিরুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৮ পিএম, ১৪ মে,শনিবার,২০২২ | আপডেট: ০৯:১৩ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মো. জহিরুল হক শাহজাদা মিয়া বলেন, জাতীয় বেঈমান, মিথ্যাবাদী আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যাবেনা বিএনপি।
আজ শনিবার (১৪ মে) দুপুরে তিনি দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শেরপুর জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যদানকালে এ কথা বলেন।
জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এ সমাবেশে আরো বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সহ-সভাপতি এস.এম. শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ, উপদেষ্টা এ.টি.এম আমীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আক্রামুজ্জামান রাহাত, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান রূপন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান ও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম শিপন, থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান, জেলা শ্রমিক দলের সভাপতি আশরাফুল ইসলাম জুন, জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক সুমাইয়া আক্তার, জেলা ছাত্রদলের সভাপতি মো. শওকত হোসেন প্রমুখ।
প্রধান অতিথি শাহজাদা মিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেন, লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ মেরে মৃত মানুষের উপর উঠে নৃত্য করার মতো আওয়ামী লীগের পৈশাচিক অসভ্য আন্দোলন করতে শেখেনি বিএনপি। বিএনপি সবসময় জনগণকে সাথে নিয়ে গণতান্ত্রিক পন্থায় সকল ধরণের আন্দোলন সংগ্রাম করে আসছে, ভবিষ্যতেও করবে।
তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে নিশিরাতের ভোটারবিহীন মিথ্যাবাদী এ সরকারের পতন ঘটাতে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।
সমাবেশের সভাপতি মাহমুদুল হক রুবেল বলেন, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছিনা, আন্দোলন করছি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। জনগণসহ সবাইকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে রাজপথে আন্দোলনের জন্য সময় এসে গেছে।
তিনি আরো বলেন, যদি এদেশে বৈদেশিক রেমিট্যান্সের চাকা সচল না থাকতো তবে অপরিকল্পিত মেগা প্রকল্পরে কারণেও এসরকারকে শ্রীলংকার মতো ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়তে হতো।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী বলেন, জেল, জুলুম, গুম, হত্যার ভয় দেখিয়ে আন্দোলন সংগ্রাম থেকে বিএনপিকে আর দমিয়ে রাখা যাবে না। দেশনায়ক তারেক রহমান যখন আমাদের আন্দোলনের ডাক দিবেন তখনই আমরা এ সরকার পতনের আন্দোলনে রাজপথে ঝাপিয়ে পড়বো।
বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপিসহ সকল অঙ্গদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।