দমন-পীড়নের প্রতিবাদে ময়মনসিংহ বিএনপির সমাবেশ করতে যৌথসভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৭ এএম, ১৪ মে,শনিবার,২০২২ | আপডেট: ০৮:০৭ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
দমন-পীড়নের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভকারীরা সমাবেশ সফল করতে যৌথ সভা করেছে ময়মনসিংহ বিএনপি। এতে অংশ গ্রহন করেন ময়মনসিংহ মহানগর, দক্ষিণ, উত্তর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের র্শীষ নেতৃবৃন্দ।
আজ শুক্রবার রাত সাড়ে ৮ টায় নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা করে বিএনপি।
এতে সভাপতিত্ব করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক ওয়ারেস আলী মামুন।
সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ার, শাহ নূরুল কবীর শাহীন, মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডা: মাহাবুবুর রহমান লিটন, যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, ফারজানা রহমান হুসনা, উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নূরুল হক প্রমূখ।
এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের র্শীষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপিসহ সকল বিরোধী মত দমন-পীড়নের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৪ মে একযোগে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
ময়মনসিংহ বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি ১৪ মে অপর একটি সমাবেশে উপস্থিত থাকবেন। এ কারণে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ সমাবেশ একদিন পিছিয়ে ১৫ মে হবে।
ওই সমাবেশে দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিত থেকে সফল করার আহবান জানান।