আদমদীঘিতে ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৩ পিএম, ১২ মে,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:৩৫ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বগুড়ার জেলার নির্দেশে আদমদীঘি উপজেলার আদমদীঘি সদর ও নশরতপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১১ মে) বিকেল ৪টায় নশরতপুর-মুরইল রাস্তা সংলগ্ন তোতার চাতালে দুটি ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সদস্যদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
কর্মসুচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন। বিকেল ৪টায় নশরতপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম তালুকদার বাবলুর সভাতিত্বে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু।
দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা বিএনপির আহবায় এ্যাড. আনোয়ারুল ইসলাম তালুকদার রতন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, বগুড়া শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, আদমদীঘি উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এসএম আখতারুজ্জামান মিঠু, আদমদীঘি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ আহম্মেদ, আহবায়ক কমিটির সদস্য শেখ রফি আহম্মেদ আচ্চু, আবু হাসান, মাহফুজুল হক টিকন প্রমূখ।
দ্বি-বার্ষিক সম্মেলনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আব্দুস সাত্তার সরকারকে আদমদীঘি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি, মোখলেছুর রহমানকে সাধারণ সম্পাদক ও আমজাদ হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়। এছাড়া সম্মেলনে শহিদুল ইসলাম তালুকদার বাবলুকে নশরতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, আফজাল হোসেনকে সাধারণ সম্পাদক ও এস.এম সুলতান মাহমুদ চঞ্চল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়।