পিস্তল হাতে ফেসবুকে ছবি পোস্ট দেয়া ছাত্রলীগ নেতাকে খুঁজছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৫ এএম, ৭ মে,শনিবার,২০২২ | আপডেট: ০৫:৪৫ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
পাবনায় আবু বক্কার সিদ্দিকী ওরফে রাতুল (২৫) নামের এক ছাত্রলীগ নেতা পিস্তল হাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করে আলোচনায় এসেছেন। ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ওই ছাত্রলীগ নেতাকে খুঁজছে পুলিশ। কিন্তু তিনি গা-ঢাকা দিয়েছেন বলে দাবি পুলিশের।
আবু বক্কার সিদ্দিকীর বাড়ি পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের গাবগাছি গ্রামে। তিনি জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির কর্মসূচি ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক এবং মানিকহাট ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন।
ছড়িয়ে পড়া দুটি ছবিতে দেখা যায়, একটিতে হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছেন আবু বক্কার। অপরটিতে শুধু হাতের ওপর পিস্তল। ছবিটি ঠিক কবে ফেসবুকে পোস্ট করা হয়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বৃহস্পতিবার ছবিটি আলোচনায় আসে। এর পর থেকে পুলিশ তাঁকে খুঁজছে।
পাবনা জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি মো. ফিরোজ আলী তার দলীয় পরিচয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোনো অনৈতিক কর্মকা- ছাত্রলীগ সমর্থন করে না। তিনি (আবু বক্কার সিদ্দিকী) পিস্তল হাতে ছুবি তুলে পোস্ট করলে অবশ্যই বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তারা মনে করেন।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্রলীগ নেতা আবু বক্কার সিদ্দিকী হঠাৎ করে তার নিজের ফেসবুকে পিস্তল হাতে ছবি দুটি পোস্ট করেন। পরে সেই ছবি অন্যদের ফেসবুকে দেখা যেতে থাকে। অনেকে বিষয়টি নিয়ে সমালোচনাও করতে থাকেন। যদিও পরে নিজের ফেসবুক থেকে ছবিটি মুছে দেন আবু বক্কার সিদ্দিকী।
এ প্রসঙ্গে জানতে চাইলে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জানার পরই অস্ত্র হাতে ছবি তোলা ওই যুবককে গ্রেফতারের জন্য খোঁজা হচ্ছে। তিনি বাড়িতে নেই। পলাতক রয়েছেন।
ওসি আবদুল হান্নান বলেন, প্রাথমিকভাবে একটি সূত্র বলছে, ছবিটি ২০১৭ সালে তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন। অপর একটি সূত্র বলছে, সম্প্রতি পোস্ট করেছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আশা করছেন শিগগিরই আবু বক্কারকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।